Ajker Patrika

ছেলের স্বপ্ন পূরণে প্রার্থী হলেন মা

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৬: ০৬
ছেলের স্বপ্ন পূরণে প্রার্থী  হলেন মা

হত্যাকাণ্ডের শিকার হওয়া ছেলের স্বপ্ন পূরণে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন মা আঞ্জুমান আরা বেগম। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউপিতে অটোরিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নাগেশ্বরীর ১৪টি ইউনিয়নের মধ্যে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী হয়েছেন আঞ্জুমান। তৃতীয় দফায় আগামী ২৮ নভেম্বর এই ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্বতন্ত্র প্রার্থী আঞ্জুমান জানান, ছেলে আতিকুর রহমান রাজা ২০১১ সালে প্রার্থী হয়েছিলেন কিন্তু হেরে যান। তাঁর অসম্পন্ন কাজ সম্পন্ন করতেই আঞ্জুমান প্রার্থী হয়েছেন। তিনি দাবি করেন, ছেলে আতিকুরের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা তাঁকে ২০১৫ সালের ৭ অক্টোবর রাতে হত্যা করেন। তাঁর অতৃপ্ত আত্মাকে শান্তি দিতে আঞ্জুমান বিজয়ী হতে চান।

বল্লভেরখাস ইউপিতে ২০ হাজার ২৮০ ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ২৪৩ জন ও নারী ভোটার ১০ হাজার ৩৭ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত