Ajker Patrika

জাওয়াদের প্রভাব কাটলেই বাড়বে শীত

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১০: ৪০
Thumbnail image

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব কাটলেই তাপমাত্রা কমবে। আর এরপর থেকেই বাড়তে থাকবে শীতের তীব্রতা। আগামীকাল থেকে জাওয়াদের প্রভাব কেটে যাবে। গতকাল সোমবার খুলনা আবহাওয়া অফিস সূত্রে এ কথা জানা গেছে। আবহাওয়া অফিসের ইনচার্জ মো. আমিরুল আজাদ বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ অবস্থায় গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। গত শনিবার থেকে বৃষ্টি শুরু হয়ে গতকাল দুপুর ৩টা পর্যন্ত ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। বুধবার থেকে এই অবস্থার পরিবর্তন হতে পারে। এরপর মেঘলা ভাব কেটে যাবে। তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়বে বলে জানান আমিরুল আজাদ।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে উপকূলে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা কাটেনি। সাগর উত্তাল রয়েছে। এ কারণে দেশের সব সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে।

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। তবে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব থাকবে আজ মঙ্গলবার পর্যন্ত। এই দুই দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত