Ajker Patrika

জয় বাংলা কনসার্টে অংশ না নেওয়ার ঘোষণা তিন ব্যান্ডের

জয় বাংলা কনসার্টে অংশ না নেওয়ার ঘোষণা তিন ব্যান্ডের

কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরব দেশের শোবিজ অঙ্গনের মানুষেরাও। আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহত ও গ্রেপ্তার-হয়রানির ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। শিক্ষার্থীদের ওপর হামলা ও গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জয় বাংলা কনসার্টে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে দেশের তিন ব্যান্ড ক্রিপটিক ফেইট, আরবোভাইরাস ও নেমেসিস।

গত বুধবার রাতে ক্রিপটিক ফেইট তাদের ফেসবুক পেজে একটি পোস্টে লেখে, ‘অনেকেই প্রশ্ন করছেন, আপনারা জয় বাংলা কনসার্ট করবেন? যে ব্যান্ড দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, অন্যায়, অবিচার নিয়ে গান করে, সে কীভাবে এখন চিন্তা করে যে সামনের জয় বাংলা কনসার্টে বাজাবে? তাই প্রশ্নের উত্তর—না।’ 
ক্রিপটিক ফেইটের এমন ঘোষণার পর একই সুর তোলে ব্যান্ড আরবোভাইরাস। ব্যান্ডের ফেসবুক পেজে জানানো হয়, আর কোনো দিন জয় বাংলা কনসার্টে অংশ নেবে না তারা।

গতকাল সকালে একই ঘোষণা দেয় আরেক ব্যান্ড নেমেসিস। ফেসবুক পেজে তারা জানায়, ‘গত দুই সপ্তাহের প্রেক্ষাপটে এটা আর বলার অপেক্ষা রাখে না যে আমরা আর কখনোই জয় বাংলা কনসার্টে পারফর্ম করব না। কিন্তু কথা এখানেই শেষ হতে পারে না। আমাদের আরও কথা বলার আছে। আগেও বলেছি, এখন আরও জোরে বলতে হবে। আমাদের সবার বলতে হবে। ...বর্তমান প্রজন্ম আমাদের দেখিয়ে দিচ্ছে যে আমরা যদি সাহস জোগাই, আমরা সবাই কথা বলতে পারব, ভুলকে ভুল বলার সাহস রাখতে পারব। কারণ, আমরা সবাই একটি ন্যায় সমাজ দেখতে চাই এবং সত্যের সংস্কৃতি গড়তে চাই।’

এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জয় বাংলা কনসার্ট বর্জনের ঘোষণা দেন পপাই ও সিনা হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত