Ajker Patrika

গাড়ির বহরে মিলল ইয়াবা, আটক ৭

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৫: ৪২
Thumbnail image

দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার নিয়ে কক্সবাজারের উখিয়া থেকে পেকুয়া হয়ে চট্টগ্রামের লোহাগাড়ায় যাচ্ছিলেন সাতজন। তাঁরা ইয়াবা পাচার করছেন, এমন খবর পেয়ে সাতজনকে আটক করে পুলিশ। এ সময় তাঁদের ব্যাগ ও গাড়ি তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা জব্দ করে পুলিশ।

গতকাল রোববার সকাল ৭টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের নুইন্যামুইন্না সেতুর পাশ থেকে তাঁদের আটক করা হয়।

আটক সাতজন হলেন চট্টগ্রামের লোহাগড়ার সুখছড়ি ইউনিয়নের সুন্নিয়াপাড়ার ওমর ফারুক (২৯), শহিদুল ইসলাম (২৮), জয়নাল আবেদীন (৪৮), রিদুয়ানুল করিম (২৩), মো. সজিব (২১), মো. রাজু (২৭) ও ডাবলু চৌধুরী (৪১)।

এ বিষয়ে পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসাইন বলেন, ‘একদল মাদক কারবারি মাদকসহ গাড়ির বহর নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন, এমন খবরে আমরা অভিযানে যাই। ব্যারিকেড দিয়ে তাঁদের গাড়িবহরটি থামানো হয়। পরে তল্লাশি করে ৫০ হাজার ইয়াবাসহ সাতজনকে আটক করা হয়। একই সঙ্গে তাঁদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।’

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘তাঁরা দীর্ঘদিন ধরে উখিয়া ও টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা এমনটি জানিয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় আটক সাতজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে। গতকাল দুপুরের মধ্যে তাঁদের আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত