তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
এবারের দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার। নজরদারির জন্য প্রতিটি মণ্ডপে সিসিটিভি বসাতে নির্দেশ দেওয়া হয়েছে। রংপুরের তারাগঞ্জে উপজেলা পরিষদের অর্থায়নে এসব ক্যামেরা দেওয়া হবে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। এ সময় প্রতিটি মণ্ডপের বিপরীতে ৫০০ কেজি করে জেনারেল রিলিফ (জিআর) চালের বরাদ্দপত্র বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, এবার তারাগঞ্জের পাঁচ ইউনিয়নের মধ্যে আলমপুরের ৬, কুর্শার ১৯, ইকরচালীর ১৩, হাড়িয়ারকুঠির ১২ ও সয়ারের ১৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত এ উৎসব চলবে। এসময় প্রতিটি মণ্ডপে দুজন নারী ও ছয়জন করে পুরুষ আনসার সদস্য থাকবেন।
গতকালের অনুষ্ঠানে ইউএনও রাসেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন। উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার, উপসহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুম্পা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান বায়জিদ বোস্তামী, সাবিনা ইয়াসমিন, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজালুল হক সরকারসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক।
অনুষ্ঠানে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক পাপন দত্ত বলেন, ‘এবার শারদীয় দুর্গোৎসব ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সরকার প্রতিটি মণ্ডপে সিসিটিভি লাগানোর জন্য বিশেষভাবে বলেছে। আমরা সবাই সিসিটিভি অবশ্যই রাখব।’
উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, ‘প্রতিটি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। উপজেলা পরিষদের তহবিল থেকে প্রতিটি মণ্ডপে ক্যামেরা দেওয়া হবে। আমরা বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই সমান অধিকার নিয়ে চলতে চাই।’
এ সময় ইউএনও রাসেল মিয়া জানান, দুর্গাপূজা ঘিরে যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের নজরদারি কঠোরভাবে থাকবে। মণ্ডপের নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক যাচাই-বাছাই করে দিতে হবে। সেখানে পরিদর্শন খাতা রাখতে হবে। মণ্ডপের চারপাশ পরিষ্কারও রাখতে হবে।
এবারের দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার। নজরদারির জন্য প্রতিটি মণ্ডপে সিসিটিভি বসাতে নির্দেশ দেওয়া হয়েছে। রংপুরের তারাগঞ্জে উপজেলা পরিষদের অর্থায়নে এসব ক্যামেরা দেওয়া হবে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। এ সময় প্রতিটি মণ্ডপের বিপরীতে ৫০০ কেজি করে জেনারেল রিলিফ (জিআর) চালের বরাদ্দপত্র বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, এবার তারাগঞ্জের পাঁচ ইউনিয়নের মধ্যে আলমপুরের ৬, কুর্শার ১৯, ইকরচালীর ১৩, হাড়িয়ারকুঠির ১২ ও সয়ারের ১৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত এ উৎসব চলবে। এসময় প্রতিটি মণ্ডপে দুজন নারী ও ছয়জন করে পুরুষ আনসার সদস্য থাকবেন।
গতকালের অনুষ্ঠানে ইউএনও রাসেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন। উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার, উপসহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুম্পা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান বায়জিদ বোস্তামী, সাবিনা ইয়াসমিন, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজালুল হক সরকারসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক।
অনুষ্ঠানে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক পাপন দত্ত বলেন, ‘এবার শারদীয় দুর্গোৎসব ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সরকার প্রতিটি মণ্ডপে সিসিটিভি লাগানোর জন্য বিশেষভাবে বলেছে। আমরা সবাই সিসিটিভি অবশ্যই রাখব।’
উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, ‘প্রতিটি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। উপজেলা পরিষদের তহবিল থেকে প্রতিটি মণ্ডপে ক্যামেরা দেওয়া হবে। আমরা বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই সমান অধিকার নিয়ে চলতে চাই।’
এ সময় ইউএনও রাসেল মিয়া জানান, দুর্গাপূজা ঘিরে যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের নজরদারি কঠোরভাবে থাকবে। মণ্ডপের নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক যাচাই-বাছাই করে দিতে হবে। সেখানে পরিদর্শন খাতা রাখতে হবে। মণ্ডপের চারপাশ পরিষ্কারও রাখতে হবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪