Ajker Patrika

সাংবাদিককে কুপিয়ে জখম

গৌরনদী প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২২, ১০: ১৭
সাংবাদিককে কুপিয়ে জখম

বগৌরনদী রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ ও দৈনিক আজকের বরিশাল পত্রিকার সিনিয়র রিপোর্টার সোয়েব জুয়েলকে গত রোববার সন্ধ্যায় বাবুগঞ্জের আগরপুর বাজারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এ সময় একটি মিষ্টির দোকানে অবরুদ্ধ করে রাখা হয় তাঁকে। খবর পেয়ে পুলিশ সতাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সোয়েব জুয়েল (৪৫) ও সাবেক ইউপি সদস্য মোর্শেদ হাওলাদার (৪৮) যৌথভাবে ঠিকাদারি ব্যবসা শুরু করেন। একটি কাজের হিসাব নিকাশ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

সোয়েব জুয়েল অভিযোগ করে বলেন, ‘আমি ও মোর্শেদ যৌথভাবে একটি সড়ক নির্মাণকাজ করি। ওই কাজ শেষ করতে আমি মোর্শেদকে ২০ লাখ টাকা দেই। কাজ শেষ করে চূড়ান্ত বিল তোলার পরে লভ্যংশসহ টাকা ফেরত চাইলে মোর্শেদ টাকা দিতে টালবাহানা শুরু করেন। গত রোববার সন্ধ্যায় আমি ও গৌরনদী উপজেলার সরিকল ইউপির সাবেক চেয়ারম্যান জাকির হোসেন সান্টু বাজারের একটি মিষ্টির দোকানে আড্ডা দিচ্ছিলাম। সেখানে মোর্শেদ উপস্থিত হলে পাওনা টাকার তাগাদা দিলে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার মাথায় কুপিয়ে জখম করে। তারপর দোকানের মধ্যে অবরুদ্ধ করে রাখে।’

জাকির হোসেন সান্টু বলেন, ‘আমরা দুজনে গল্প করছিলাম। হঠাৎ সেখানে মোর্শেদ উপস্থিত হয়ে হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে।’

খবর পেয়ে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এস এম আলবে রনি, গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন, উপপরিদর্শক কে এম আব্দুল হক তাকে দেখতে হাসপাতালে যান।

অতিরিক্ত পুলিশ সুপার এস এম আলবে রনি সাংবাদিকদের জানান বাবুগঞ্জ থানার ওসিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

ঠিকাদার মোর্শেদ হাওলাদারকে ফোন করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বলেন, হামলার ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত