Ajker Patrika

উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে কাউনিয়ায় বাণিজ্যমন্ত্রী

কাউনিয়া প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১২: ৫৬
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে  কাউনিয়ায় বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি বলেছেন, ‘দেশ ও এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উন্নয়নের ধারা যেন ব্যাহত না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। বর্তমান সরকার ধর্ম নিরপেক্ষ সরকার। এখানে সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার আছে।’

গত রোববার কাউনিয়ায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে এসে উপজেলা সদরের গোপালগঞ্জ কেন্দ্রীয় দুর্গা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশ আজ উন্নয়নের মডেলের পথে। হিন্দু নারীরা যাতে পৈতৃক সম্পত্তির অংশীদার হয়, সেই আইন নিয়ে সরকার কাজ করছে।’

টিপু মুনশি আরও বলেন, ‘সাড়ে ৮ হাজার কোটি টাকা ব্যয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের চুক্তি হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে নদী পাড়ের মানুষের দুর্ভোগ থাকবে না। নদীর দুইপাড়ে আর্থসামাজিক উন্নয়নে বাণিজ্যিক অঞ্চল গড়ে উঠবে।’

গোপালগঞ্জ কেন্দ্রীয় দুর্গা মন্দিরের পুরোহিত পরেশ চক্রবর্তীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, হারাগাছ পৌরসভার সাবেক মেয়র হাকিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আব্দুল হান্নান, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় দুর্গা মন্দিরের প্রধান উপদেষ্টা কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, ইউএনও তাহমিনা তারিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত