Ajker Patrika

চুয়াডাঙ্গায় জোড়া খুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৪: ২৩
চুয়াডাঙ্গায় জোড়া খুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

চুয়াডাঙ্গার ভালাইপুরে বন্ধুর মায়ের অপমানের প্রতিশোধ নিতে গিয়ে যুবক সজল আলী ও মামুন অর রশিদ খুনের ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার হুচুকপাড়ার মিঠু মিয়া (২০) ও মানিক মিয়া (২২)। এদিকে ময়নাতদন্ত শেষে সজল আলী ও মামুন অর রশিদের লাশের দাফন সম্পন্ন করা হয়েছে।

গত বুধবার সন্ধ্যায় মামুন অর রশিদের বড় ভাই স্বপন আলী সদর থানায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে মামলা করেন। মামলার আসামিরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার হুচুকপাড়া গ্রামের আকাশ আলী (২৮), ছানোয়ার হোসেন (৫০), বাঁধন আলী (২১); জোড়াঘাটা গ্রামের সোহেল রানা শান্তি (৪৫); হুচুকপাড়া গ্রামের মানিক হোসেন (২০), আমিন (৩০), রিয়ন (২০), সাজে (৩৭), জাহাঙ্গীর হোসেন (৩৫), মিঠু রহমান (২০), রতন আলী (৩০); দামুড়হুদা উপজেলার কলাবাড়ী গ্রামের আশরাফুল ইসলাম (২৮), হুচুকপাড়া গ্রামের ইভন (১৯), বিপ্লব হোসেন বিক্রম (২০) ও হৃদয় (২৭)।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এ এস এম ফাতেহ্ আকরাম জানান, সজল আলী ও মামুন অর রশিদের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত