Ajker Patrika

বন্য পাখি বিক্রির দায়ে কারাদণ্ড

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৩: ২৭
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধভাবে বন্য পাখি বিক্রির দায়ে জামাল মোল্লা (২৮) নামের একজনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে উপজেলার চান্দুরা নামক স্থানে বকপাখি বিক্রি করার সময় আটক করে কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দীন আহমেদ। অভিযুক্ত জামাল মোল্লা হোসেনপুর গ্রামের বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা নামক স্থানে বকপাখি বিক্রি করছিলেন জামাল মোল্লা। খবর পেয়ে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আটক করে কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দীন আহমেদ। শেষে পাখিগুলো আকাশে উন্মুক্ত করে দেওয়া হয়।

একই সঙ্গে খোলা, বাসি খাবার ও মূল্য তালিকা না থাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দিলমন নামের একটি রেস্তোরাঁর মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দীন আহমেদ বলেন, বন্যপ্রাণী বিক্রির অপরাধে তাঁকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া হোটেল দিলমনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত