Ajker Patrika

বাড়িতে গিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছেন মেয়র

পলাশ প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ০৩: ৫৬
বাড়িতে গিয়ে কৃতজ্ঞতা  জানাচ্ছেন  মেয়র

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার নবনির্বাচিত মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার ভোটারদের আবারও দ্বারে দ্বারে যাচ্ছেন ভোটারদের। তিনি গত মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে তুষার ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন। ভোটের আগে যেভাবে ভোট প্রার্থনা করেছেন ভোটারদের কাছে, বিজয়ী হওয়ার পর ঠিক সেভাবেই ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন কৃতজ্ঞতা জানাতে। গতকাল শুক্রবার পৌর এলাকার ৯টি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নবনির্বাচিত মেয়রের এই কাজে ভোটারেরা অবাক হয়েছেন।

ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল গ্রামের ভোটার রেজাউল করিম বলেন, ‘সত্যিই অবাক হয়েছি। তুষার ভোটের আগে এসে ভোট চেয়েছেন। বিজয়ী হওয়ার পরও কৃতজ্ঞতা জানাচ্ছেন আমাদের কাছে এসে! চাইছেন সার্বিক সহযোগিতাও। এমন মেয়রই আমরা চেয়েছিলাম।’

ঘোড়াশাল বাজারের চা দোকানি আমিন মিয়া বলেন, ‘মেয়র আমার কাছে এসে কৃতজ্ঞতা জানিয়েছেন। ফুটপাতে বসে চাও খেয়েছেন।

নবনির্বাচিত মেয়র আল মুজাহিদ হোসেন তুষার বলেন, ‘সর্বস্তরের মানুষের ভোটে নির্বাচিত হয়েছি।  নির্বাচনের আগে যেভাবে ভোটারদের কাছে গিয়ে ভোট চেয়েছিলাম। এখন বিজয়ী হওয়ার পর তাঁদের কাছে যাচ্ছি কৃতজ্ঞতা জানাতে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত