Ajker Patrika

পীরগঞ্জে পিটিয়ে শিয়াল হত্যা

পীরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৯: ১৮
পীরগঞ্জে  পিটিয়ে শিয়াল হত্যা

পীরগঞ্জের কাবিলপুর ইউনিয়নে জলাতঙ্ক রোগে আক্রান্ত শিয়ালের কামড়ে তিন শিশু আহত হয়েছে। সেই সঙ্গে দুটি গরু আক্রমণের শিকার হয়েছে। এ ঘটনায় গত শুক্রবার হামলাকারী একটি শিয়াল পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।

আহত তিন শিশু হলো ইউনিয়নের জামালপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে সোহেল রানা (১৬), রন্জু মিয়ার ছেলে সাকিব মিয়া (৭) ও আনারুল ইসলামের ছেলে নাহিদ মিয়া (১৫)।

স্থানীয় বাসিন্দারা জানান, গত বৃহস্পতিবার রাতে চাচা সোহেল ও ভাতিজা সাকিব স্থানীয় লালদীঘি মেলা থেকে বাড়িতে ফেরার পথে শিয়াল আক্রমণ করে। প্রাণীটি সাকিবকে আক্রমণ করে। তাকে বাঁচাতে সোহেল এগিয়ে আসলে তার পাশাপাশি নাহিদকেও প্রাণীটি আক্রমণ করে। পরে আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন শুক্রবার সকালে জামালপুর গ্রামে দুটি গরুও শিয়ালের আক্রমণের শিকার হলে এলাকাবাসী ধাওয়া করে প্রাণীটিকে পিটিয়ে হত্যা করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাজুল ইসলাম জানান, এটি জলাতঙ্ক রোগে আক্রান্ত খ্যাঁকশিয়াল। এর আক্রমণের শিকার ব্যক্তিদের অবশ্যই প্রতিষেধক নিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত