Ajker Patrika

এসএসসিতে অকৃতকার্য হয়ে ‘আত্মহত্যা’

বাবুগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৬: ০০
এসএসসিতে অকৃতকার্য হয়ে ‘আত্মহত্যা’

বাবুগঞ্জে মীম আক্তার (১৮) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল ৮টায় নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে বলে জানা গেছে। মীম উপজেলার মাধবপাশা ইউনিয়নের পশ্চিম পাংশা গ্রামের কাওসার মৃধার মেয়ে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ায় ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে মীম ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। ডিগ্রিরচর মাধ্যমিক বিদ্যালয় থেকে সে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত ওসি কমলেশ চন্দ্র হালদার আজকের পত্রিকাকে বলেন, ‘আত্মহত্যার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত