Ajker Patrika

ভোটকেন্দ্রের দাবিতে শ্রীবরদীতে মানববন্ধন

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৫: ১০
ভোটকেন্দ্রের দাবিতে শ্রীবরদীতে মানববন্ধন

শেরপুরের শ্রীবরদীতে ভোট কেন্দ্রের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ডাকরাপাড়াবাসীর আয়োজনে ডাকরাপাড়ায় এই মানববন্ধন ও বিক্ষোভ হয়।

মানববন্ধনে ডাকরাপাড়া গ্রামের হজরত আলীর স্ত্রী গোলেছা বেগম বলেন, বিগত নির্বাচনে আমার স্বামী, আমার ছেলে ও আমার চাচা, ভাতিজাকে মারপিট করে গুরুতর জখম করা হয়েছে। তারা ২৫ দিন শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হন। আমরা ডাকরাপাড়া গ্রামে কেন্দ্র না হলে ভোট দিতে যাব না। আমাদেরকে বাঁচতে হবে। ডাকরাপাড়া গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী শিপা বেগম বলেন, ডাকরাপাড়া গ্রাম থেকে চরহাবর কেন্দ্র প্রায় ৩ কিলোমিটার দূরে। আমরা ভোট দিতে গেলে অস্ত্র বের করে দৌড়ানি দেয় সেখানকার মানুষ। ইতিপূর্বে অনেকেই মার খেয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন। সরকারের কাছে অনুরোধ ডাকরাপাড়া গ্রামে কেন্দ্র দিয়ে ভোট দেওয়ার সুযোগ করে দেন।

ডাকরাপাড়া গ্রামের মনু মন্ডলের ছেলে আ. রউফ বলেন, আমরা প্রায় ২৫ বছর যাবত চরহাবর কেন্দ্রে যাইয়া ভোট দিতে পারি না। আমরা চরহাব কেন্দ্রে ভোট দিতে গেলে তাহারা লাঠি, ফালা, রাম দা, ছুড়ি নিয়ে আমাদের ওপর আক্রমণ করা হয়। ডাকরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র স্থাপন করে সুষ্ঠুভাবে আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হোক। মানববন্ধনে প্রায় সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত