Ajker Patrika

লাল-সবুজে সাজুক শিশু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১২: ৩৭
লাল-সবুজে সাজুক শিশু

ডিসেম্বর মানেই গৌরবময় বিজয়ের আনন্দ। লাল ও সবুজ রং আমাদের ফ্যাশনে আইকনিক রং হয়ে উঠেছে গত ৫০ বছরে। এখন লাল-সবুজের ছাপ চোখে পড়ে সবখানেই। প্রতিবছরের মতো এ বছরও দেশীয় ফ্যাশন হাউসগুলো শিশুদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের পোশাক। পোশাকে রয়েছে বিজয়ের পতাকা ওড়ানোর মোটিফ, লাল-সবুজ পতাকা, দেশাত্মবোধক গানের লাইন প্রভৃতি।

কে ক্রাফট
বিজয়ের মাসে শিশুদের জন্য লাল ও সবুজ রঙের টি-শার্ট, ফ্রক, পাঞ্জাবির পাশাপাশি কালো রঙের পোশাকও নিয়ে এসেছে কে ক্রাফট। কালো রঙের পোশাকে রয়েছে দেশাত্মবোধক গান ও বিজয় উল্লাসের মোটিফ। কিছু কিছু টি-শার্টে আছে বিজয়ের ৫০ বছর পূর্তির স্মারক। পাঞ্জাবিতে রয়েছে স্ক্রিনপ্রিন্ট, পতাকা ও বাটিক মোটিফ। টি-শার্টের দাম ৩৫৫ টাকা এবং পাঞ্জাবির দাম ৬৯৫-৭১৫ টাকা। ফ্রকের দাম ৮৩৫-১০১৫ টাকা।

 বিশ্বরঙ
লাল-সবুজ রঙের টপস, ফ্রক, কামিজ ও পাঞ্জাবি নিয়ে এসেছে বিশ্বরঙ। সাদা ও জলপাই রঙের সঙ্গে লাল-সবুজের সংমিশ্রণের পোশাকও রয়েছে এখানে।
কিছু কিছু কামিজে রয়েছে কটি। পোশাকে রয়েছে এমব্রয়ডারি কাজ। শিশুদের পাঞ্জাবিতে রয়েছে লাল-সবুজ-হলুদ-কমলা রঙের মিশেল। রয়েছে এক রঙের পাঞ্জাবিও। দাম ১২৫০-২০০০ টাকা। 

রঙ বাংলাদেশ
শিশুদের জন্য রঙ বাংলাদেশ নিয়ে এসেছে শাড়ি, টপস, টি-শার্ট ও পাঞ্জাবি। লাল রঙের ভয়েল কাপড়ের শাড়িতে রয়েছে সবুজ রঙের ব্লক প্রিন্ট। আঁচলে রয়েছে টার্সেল। লাল রঙের পাঞ্জাবিতে রয়েছে সবুজ ও টিয়া রঙের ব্লকপ্রিন্ট। সবুজ রঙের টপস, টি-শার্ট ও পাঞ্জাবিও এনেছে ব্র্যান্ডটি। পাঞ্জাবিগুলোর দাম ৬৩০-৯৮০ টাকা। শাড়ির দাম ৮৫০-১০০০ টাকা।

 অঞ্জন’স
অঞ্জন’সে পাওয়া যাচ্ছে সবুজ ও জলপাই রঙের পাঞ্জাবি। সুতি কাপড়ের পাঞ্জাবিতে রয়েছে স্ক্রিনপ্রিন্ট। ব্র্যান্ডটিতে রয়েছে লাল ও নেভি ব্লু রঙের পোশাক। দাম ৫৯১-১৫০০ টাকা পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত