Ajker Patrika

আগুনে পুড়ল কৃষকের ঘর

বাবুগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৩: ১৩
আগুনে পুড়ল কৃষকের ঘর

বাবুগঞ্জে আগুনে একটি ঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত সোমবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কেদারপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব ভূতেরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব ভূতের দিয়া গ্রামের কৃষক মো. জয়নাল সিকদারের ঘরে সোমবার রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। লোকজন বাবুগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন আসার আগে স্থানীয় বাসিন্দাদের ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে মো. জয়নাল সিকদারের ঘরটি পুড়ে যায়।

মো. জয়নাল সিকদার জানান, তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ঘর আগুনে পুড়ে যাওয়ার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

২ নম্বর কেদারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নূরে আলম বেপারী বলেন, গত সোমবার রাত আনুমানিক ১১টার দিকে আগুনে ঘর পুড়ে যাওয়ার খবর শুনি। তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত