Ajker Patrika

শহীদ বুদ্ধিজীবী দিবস পালন না করে পিকনিকে মাদ্রাসার শিক্ষকেরা

উজিরপুর প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৬
শহীদ বুদ্ধিজীবী দিবস পালন না করে পিকনিকে মাদ্রাসার শিক্ষকেরা

উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া এম ইউ ফাজিল মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন না করে পিকনিকে কক্সবাজার যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল সকাল ১০টায় মাদ্রাসায় সরেজমিনে দেখা যায়, শিক্ষক-শিক্ষার্থীরা নেই। শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর যথাযথ মর্যাদায় পালন করার জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে উপজেলা উচ্চ ও মাধ্যমিক শিক্ষা অফিস। কিন্তু গত সোমবার রাতে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোবারক ফারুকীসহ ১৭ শিক্ষক-কর্মচারী কক্সবাজারের উদ্দেশ্যে পিকনিকে যান।

মাদ্রাসার উপাধ্যক্ষ নাসির উদ্দীন জানান, শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করার জন্য অধ্যক্ষ স্যার কিছু বলে যাননি। অধ্যক্ষ ফারুক স্যারসহ শিক্ষক-কর্মচারীরা কক্সবাজার পিকনিকে যাওয়া দিবসটি পালন করা হয়নি। শুধু মাত্র শিক্ষার্থীদের ভর্তির জন্য অফিস কক্ষ খোলা রাখা হয়েছে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, অধ্যক্ষ ফারুক জামায়াতের রোকনের দায়িত্ব পালন করছেন। তাই ইচ্ছাকৃত দিবসটি পালন না করে শিক্ষক-কর্মচারীদের নিয়ে কৌশলে আনন্দভ্রমণে গেছেন।

বরিশাল জেলা (পশ্চিম) জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি মাওলানা কাওসার আহমেদ বলেন, মোবারক ফারুকী এক সময় জামাতের রোকন ছিলেন। তবে অনেক দিন ধরে দলের কার্যক্রমে নেই।

মাদ্রাসা কমিটির অভিভাবক সদস্য এস এম দেলোয়ার হোসেন জানান, অধ্যক্ষ যদি খামখেয়ালি করে প্রতিষ্ঠান চালান তাহলে তো হবে না।

উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হারুন অর রশীদ জানান, শহীদ বুদ্ধিজীবী দিবস পালন না করে শিক্ষকেরা যদি পিকনিকে যান তা দুঃখজনক।

অধ্যক্ষ ফারুককে মোবাইলে ফোন দিলে বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করার জন্য নির্দেশ দিয়ে আসছি। তবে কাকে দায়িত্ব দিয়েছেন জানতে চাইলে, কক্সবাজার পিকনিকে আসছি পরে এসে কথা বলব বলে কৌশলে ফোন কেটে দেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা এবিএম জাহিদুল ইসলাম জানান, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন করার জন্য চিঠি দেওয়া হয়েছে। নির্দেশ উপেক্ষা করে দিবসটি পালন না করে বিনা অনুমতিতে শিক্ষা সফরে গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আটিপাড়া এম ইউ ফাজিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ বলেন, ‘শহীদ বুদ্ধিজীবী দিবস পালন না করে অধ্যক্ষসহ শিক্ষা সফরে গেছেন তা জানা নেই। যদি এই রকম কোনো কর্মকাণ্ড করে থাকে তাহলে তাদের শোকজ করব এবং আইনগত ব্যবস্থা গ্রহণে অবহিত করব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত