Ajker Patrika

শীর্ষ দুই পদে ১৯ জনের নাম প্রস্তাব

বরগুনা প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১২: ২৫
শীর্ষ দুই পদে ১৯ জনের নাম প্রস্তাব

কমিটি ঘোষণা ছাড়াই নাম প্রস্তাবের মধ্য দিয়েই শেষ হয়েছে বরগুনা জেলা যুবলীগের কাউন্সিল অধিবেশন। অধিবেশনে সভাপতি পদে ছয়জন ও সাধারণ সম্পাদক পদে মোট ১৩ জনের নাম প্রস্তাব করা হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যার পর বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কাউন্সিল অধিবেশন শুরু হয়। অধিবেশনে যোগ দেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতারা।

সেখানে উপস্থিত জেলা যুবলীগের দায়িত্বশীল পদে থাকা একাধিক নেতা জানান, প্রথমে সভাপতি পদের জন্য নাম প্রস্তাব করতে বলা হলে বর্তমান জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান হোসেন রাসেল ও সাবেক সাংসদ নিজাম তালুকদারের ছেলে এলমান হোসেন সুহাদ এই ছয়জনের নাম প্রস্তাব করা হয়।

পরে সাধারণ সম্পাদক পদের জন্য জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি যুবায়ের আদনান অনিক, সাবেক ছাত্রলীগ নেতা জুনায়েদ জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকতারুজ্জামান রকিব, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন শিপন, সাবেক ছাত্রলীগ নেতা রানা তালুকদার, শাওন তালুকদার, মাহমুদুল বারি রনি, মাহমুদুল আজাদ রিপন, মঞ্জুরুল আলম জন, আইনজীবী হুমায়ুন কবির পল্টু ও ইমরান হোসেন এবং আকতারুজ্জামান লিমনসহ মোট ১৩ জনের নাম প্রস্তাব করা হয়। শীর্ষ দুই পদের জন্য প্রস্তাব সমর্থনের পর কেন্দ্রীয় নেতারা কোনো সিদ্ধান্ত ছাড়াই অধিবেশন শেষ করে চলে যান।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু বলেন, ‘কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুই পদের জন্য হাউজ একাধিক নেতার নাম প্রস্তাব ও সমর্থন করে। কেন্দ্রের নেতারা প্রস্তাব গ্রহণ করেছেন। পরবর্তীতে কেন্দ্র থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত