চুয়াডাঙ্গা প্রতিনিধি
মুন্সিগঞ্জ থেকে গরু কিনতে চুয়াডাঙ্গায় যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন একই পরিবারের চারজন। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গার উদ্দেশে মাওয়া থেকে আলসানি পরিবহনে ওঠেন তাঁরা। বাসের মধ্যে তাঁরা হকারের শসা খেয়ে অজ্ঞান হন। পরে তাঁদের সঙ্গে থাকা গরু কেনার ৮ লাখ টাকা খোয়া যায়।
ভুক্তভোগীরা হলেন মুন্সিগঞ্জের শ্রীনগর থানাধীন বারুইখালী গ্রামের মৃত শেখ হায়াত আলীর ছেলে শেখ সাহাবদ্দীন সেন্টু (৪৫), তাঁর ছেলে শেখ নিবিড় (২২), ভাই শেখ হারেজ আলী (৫০) এবং চাচাতো ভাই দিদার হোসেন (৫০)।
শেখ নিবিড় বলেন, ‘খামারের জন্য প্রায়ই কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার কয়েকটি হাটে গরু কিনতে আসি। মঙ্গলবার বেলা ১১টার দিকে মাওয়া থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে চারজন আলসানি পরিবহনে উঠি। পথের মধ্যে বাসে কাটা পেয়ারা ও শসা বিক্রেতা উঠলে সবাই তা খাই। এরপরই আমরা অচেতন হয়ে পড়ি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আমারসহ দুজনের চেতনা ফিরে। আমাদের সবগুলো ব্যাগ ও মোবাইল আছে, শুধু গরু কেনার ৮ লাখ টাকা নেই।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘কয়েকজন ব্যক্তি অচেতন অবস্থায় চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসেন। তাঁরা বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে বলে জানতে পারি। দুজনের চেতনা ফিরেছে। অন্য দুজনকে জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। তাঁরা শঙ্কামুক্ত।’
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘বাসের মধ্যে পেয়ারা ও শসা খেয়েছিলেন ভুক্তভোগী চারজন। এরপর তাঁরা অচেতন হয়ে পড়েন। আলসানি পরিবহনের সুপারভাইজার তাঁদের বড় বাজার নামিয়ে দিলে পুলিশ চারজনকে সদর হাসপাতালে নেয়। তাঁরা নিজেদের খামারের জন্য গরু কিনতে চুয়াডাঙ্গা আসছিলেন। চারজনের মধ্যে দুজন কথা বলতে পারলেও তাঁরা সম্পূর্ণ সুস্থ নন। সুস্থ হলে তাঁদের কাছ থেকে কত টাকা খোয়া গেছে, সে সম্পর্কে নিশ্চিত করে বলা সম্ভব হবে।’
মুন্সিগঞ্জ থেকে গরু কিনতে চুয়াডাঙ্গায় যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন একই পরিবারের চারজন। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গার উদ্দেশে মাওয়া থেকে আলসানি পরিবহনে ওঠেন তাঁরা। বাসের মধ্যে তাঁরা হকারের শসা খেয়ে অজ্ঞান হন। পরে তাঁদের সঙ্গে থাকা গরু কেনার ৮ লাখ টাকা খোয়া যায়।
ভুক্তভোগীরা হলেন মুন্সিগঞ্জের শ্রীনগর থানাধীন বারুইখালী গ্রামের মৃত শেখ হায়াত আলীর ছেলে শেখ সাহাবদ্দীন সেন্টু (৪৫), তাঁর ছেলে শেখ নিবিড় (২২), ভাই শেখ হারেজ আলী (৫০) এবং চাচাতো ভাই দিদার হোসেন (৫০)।
শেখ নিবিড় বলেন, ‘খামারের জন্য প্রায়ই কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার কয়েকটি হাটে গরু কিনতে আসি। মঙ্গলবার বেলা ১১টার দিকে মাওয়া থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে চারজন আলসানি পরিবহনে উঠি। পথের মধ্যে বাসে কাটা পেয়ারা ও শসা বিক্রেতা উঠলে সবাই তা খাই। এরপরই আমরা অচেতন হয়ে পড়ি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আমারসহ দুজনের চেতনা ফিরে। আমাদের সবগুলো ব্যাগ ও মোবাইল আছে, শুধু গরু কেনার ৮ লাখ টাকা নেই।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘কয়েকজন ব্যক্তি অচেতন অবস্থায় চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসেন। তাঁরা বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে বলে জানতে পারি। দুজনের চেতনা ফিরেছে। অন্য দুজনকে জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। তাঁরা শঙ্কামুক্ত।’
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘বাসের মধ্যে পেয়ারা ও শসা খেয়েছিলেন ভুক্তভোগী চারজন। এরপর তাঁরা অচেতন হয়ে পড়েন। আলসানি পরিবহনের সুপারভাইজার তাঁদের বড় বাজার নামিয়ে দিলে পুলিশ চারজনকে সদর হাসপাতালে নেয়। তাঁরা নিজেদের খামারের জন্য গরু কিনতে চুয়াডাঙ্গা আসছিলেন। চারজনের মধ্যে দুজন কথা বলতে পারলেও তাঁরা সম্পূর্ণ সুস্থ নন। সুস্থ হলে তাঁদের কাছ থেকে কত টাকা খোয়া গেছে, সে সম্পর্কে নিশ্চিত করে বলা সম্ভব হবে।’
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
১৩ দিন আগে‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫