Ajker Patrika

নিজের ভোটের হদিসও পাচ্ছেন না নজরুল

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৫: ৫৬
নিজের ভোটের হদিসও পাচ্ছেন না নজরুল

কুড়িগ্রামের নাগেশ্বরীর রামখানা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডে সদস্য পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম একটি ভোটও পাননি। এদিকে, নিজের ভোটের হদিসও পাচ্ছেন না তিনি। এ নিয়ে এলাকায় বিস্তর আলোচনার তৈরি হয়েছে। ভোট পুনঃগণনার আবেদন জানিয়েছেন ওই প্রার্থী।

গত রোববার ভোটের দিন কেন্দ্রে টিউবওয়েল প্রতীকের একজন এজেন্টও ছিল। অথচ দিন শেষে গণনা করে দেখা যায় নজরুল ইসলাম একটি ভোটও পাননি। তাঁর নিজের ভোটটি পাননি তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরজামাল শেখ ফুটবল প্রতীকে পেয়েছেন ৭১৬, ফজলে রহমান বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ৪ ভোট, সফিকুল ইসলাম তালা প্রতীকে পেয়েছেন ৮৭৭ ভোট।

ভোটের এ ফলাফলে কোনোভাবে হিসেব মেলাতে পারছেন না প্রার্থী নজরুল ইসলাম নিজেও। তিনি বলেন, ‘এ ঘটনায় আমি মর্মাহত। অপ্রত্যাশিত এ ফলাফল শোনার পর মানসিকভাবে দুর্বল হয়ে গেছি। লজ্জায় বাইরে যেতে মন চায় না। কাল থেকে নিজেকে আমি প্রায় ঘরবন্দী করে ফেলেছি। ভোটের কথা মনে উঠলেই হাউমাউ করে কান্না আসছে। যদি কর্মী-সমর্থকেরা আমাকে ধোঁকা দেয় তারপরও আমি, আমার স্ত্রী, ছেলে, পুত্রবধূসহ রক্তের সম্পর্কের আত্মীয়স্বজন ভোট দিলে অন্তত ১৫০-২০০ ভোট পাওয়ার কথা। সেখানে শূন্য ভোট হয় কিভাবে? রোববার রাতেই সংশ্লিষ্ট অফিসে ভোট পুনঃগণনার আবেদন করেছি।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন আবেদন পাওয়ার কথা নিশ্চিত করে জানান, এটি আইনিভাবে মোকাবিলা করার জন্য ওই প্রার্থীকে পরামর্শ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত