Ajker Patrika

ইজিবাইকের ভাড়া দ্বিগুণ যাত্রীদের সঙ্গে হাতাহাতি

বটিয়াঘাটা প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২২, ১২: ৪৬
ইজিবাইকের ভাড়া দ্বিগুণ যাত্রীদের সঙ্গে হাতাহাতি

খুলনার বটিয়াঘাটায় হঠাৎ করে ইজিবাইক মালিক সমিতি ভাড়া বাড়িয়ে দ্বিগুণ করেছে। আর এই সুযোগে গাড়ি চালকেরা যাত্রীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন ভাড়ার দ্বিগুণ টাকা। এর ফলে ওই চালকদের সঙ্গে যাত্রীদের প্রতিনিয়ত ঘটছে হাতাহাতি। এই নিয়ে দুইবার বাড়ানো হলো ইজিবাইকের ভাড়া।

জানা গেছে, রায়পুর ও ফুলবাড়ি থেকে বটিয়াঘাটা পর্যন্ত ভাড়া ছিল প্রথমে ৩০ টাকা। কিছুদিন আগে তা বাড়িয়ে করা হয় ৪৫ টাকা। এখন বর্তমানে ভাড়া বাড়িয়ে করা হয়েছে ৭০ টাকা। হঠাৎ রাতারাতি ইজিবাইক ভাড়া দ্বিগুণ করায় ক্ষুব্ধ স্থানীয়রা।

গতকাল ফুলবাড়ী থেকে বটিয়াঘাটা যাওয়ার সময় তৃপ্তি নামের এক যাত্রী বলেন, ‘হঠাৎ কোনো কারণ ছাড়া ভাড়া দ্বিগুণ করে নিচ্ছে। আমি কারণ জানতে চাইলে চালক আমার সঙ্গে খারাপ আচরণ করেন।’

এ বিষয়ে গাওঘরা ইজিবাইক মালিক সমিতি কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি। গাওঘরা ইজিবাইক মালিক সমিতির উপদেষ্টা শেখ মো. শাহারুজ্জামান শাহারিয়া বলেন, ‘বিষয়টি আমি দেখছি, কি করা যায়। এত ভাড়া বাড়ানো তো হঠাৎ করে সম্ভব না।’

স্থানীয়রা বলছেন, ঈদের কারণে ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু ঈদ তো হয়ে গেছে। তাহলে এখন ভাড়া বেশি কেন। অন্যদিকে সরকার ঘোষিত নিবন্ধন ছাড়া ইজিবাইক চালানো সম্পূর্ণ নিষেধ। নিবন্ধন ছাড়া চলছে যত্রতত্রভাবে ইজিবাইক। যে কারণে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। নিয়ন্ত্রণহীনভাবে চলছে ইজিবাইক। অধিকাংশ চালকদের নেই কোনো অভিজ্ঞতা। ফলে যেখানে সেখানে দুর্ঘটনা ঘটে চলেছে। অন্যদিকে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে তাঁরা ইজিবাইক চালিয়ে যাচ্ছে। অন্যদিকে গাড়ির চালকেরা মান ছেনা স্বাস্থ্যবিধি। কোনো চালকের মুখে মাস্ক দেখা যায় না। তাদের গাড়ির সামনে ঝোলানো থাকে মাস্ক।

রাস্তায় লাগামহীনভাবে চলছে ইজিবাইক। নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন প্রশাসনের একটি সূত্র। এভাবে বেড়েই চলছে প্রতিনিয়ত ইজিবাইকের দৌরাত্ম্য। ইচ্ছামতো তারা তাদের ভাড়া নির্ধারণ করে থাকে। সরকারি শিডিউল মোতাবেক ভাড়ার দ্বিগুণ টাকা নিচ্ছে যাত্রীদের কাছ থেকে। অতিরিক্ত ভাড়া বাড়ানোর কারণে যাত্রীদের সঙ্গে প্রতিনিয়ত ঘটছে হাতাহাতি-মারামারি। বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. মমিনুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত