Ajker Patrika

ইউপি চেয়ারম্যানদের গণসংবর্ধনা বটিয়াঘাটায়

বটিয়াঘাটা প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১২: ০৫
ইউপি চেয়ারম্যানদের গণসংবর্ধনা বটিয়াঘাটায়

বটিয়াঘাটা উপজেলার সদর আওয়ামী লীগের আয়োজনে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গত রোববার সন্ধ্যায় স্থানীয় উপজেলা বাজার চত্বরে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সদর আওয়ামী লীগের সভাপতি পঙ্কজ বিশ্বাসের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অমিতেষ দাশ, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য বুলু রায় গাঙ্গুলি, জলমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোল্লা মিজানুর রহমান বাবু, জলমা ইউপি চেয়ারম্যান বিধান চন্দ্র রায়, গঙ্গারামপুর ইউপি চেয়ারম্যান আসলাম তালুকদার, সুরখালী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু, ভান্ডারকোট ইউপি চেয়ারম্যান ওবায়দুল্লাহ শেখ ওবায়দুল, বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসাবুর রহমান, আমিরপুর ইউপি চেয়ারম্যান জি এম মিলন।

সদর ইউপি সদস্য বিবেক বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা রাজ কুমার রায়, গোবিন্দ মল্লিক, চয়ন বিশ্বাস, উপজেলা যুবলীগের আহ্বায়ক অনুপম বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক শেখ ওয়াহিদুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান ও ইউপি সদস্য এস এম ফরিদ রানা, ইউপি সদস্য নিখিলেশ গাইন, দলিল লেখক সমিতির সভাপতি মো. আমিনুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ও শ্রমিক লীগ নেতা নজরুল ইসলাম খান, ইউপি সদস্য রেজাউল সরদার রেজাসহ বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতারা। সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাত ৮টায় ঢাকা ও খুলনা বেতার এবং টেলিভিশনের শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত