Ajker Patrika

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১১: ০৭
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনায় যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার দিবসটি উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালন করে যুবদল। প্রতিনিধিদের পাঠানো খবর:

পাথরঘাটা: উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা যুবদলের সভাপতি লিটন আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা।

দুমকি: উপজেলা যুবদল গ্রামীণ ব্যাংক সড়কে বিএনপির অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করে। কোরআন তিলাওয়াত, আলোচনা সভা, বিশেষ মোনাজাত করে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক খলিলুর রহমান।

মির্জাগঞ্জ: উপজেলা সদরে বিএনপির কার্যালয় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাসেদ শামসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আশ্রাফ আলী হাওলাদার।

কাউখালী: উত্তর বাজার বিএনপি দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির।

নাজিরপুর: উপজেলা বিএনপি অফিসকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শাফিকের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত