Ajker Patrika

আমনের ভালো ফলনেও শঙ্কা

মোহাম্মদ আলী, বাবুগঞ্জ
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১১: ১৪
আমনের ভালো ফলনেও শঙ্কা

চলতি মৌসুমে বরিশালের বাবুগঞ্জে আমনের ভালো ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকাই আশানুরূপ ফলনের কারণ বলে জানা গেছে। তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মানুষ ব্যস্ত থাকায় কিছু এলাকায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। ফলে ধান কাটতে বিলম্ব হচ্ছে। এদিকে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে এলাকায় বৃষ্টি হচ্ছে। সব কিছু মিলিয়ে কৃষকেরা আছেন শঙ্কায়।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন ফসলের মাঠে আমন ধান কাটার ধুম পড়েছে। বাবুগঞ্জ উপজেলায় ৭০০ জন কৃষককে বিনা মূল্যে উন্নত জাতের বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।

দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া গ্রামের কৃষক ওবায়দুল্লাহ বলেন, ‘শ্রমিক সংকট থাকায় জমি থেকে ধান কাটতে সময় বেশি লাগছে।’

বাবুগঞ্জ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, এ বছর ৯ হাজার ৫৫৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। তবে আবাদ হয়েছে ৯ হাজার ৬০০ হেক্টর জমিতে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মো. আরিফুল ইসলাম বলেন, কৃষকদের সার, কীটনাশক প্রয়োগে সচেতন করাসহ পোকামাকড় দমনে উদ্বুদ্ধ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তারা স্থানীয় কৃষকদের উন্নত জাতের বীজ ও নতুন নতুন কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত