Ajker Patrika

ভারতের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স উপহার

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৩: ৫০
Thumbnail image

সুনামগঞ্জ পৌরবাসীকে ভারত সরকারের পক্ষ থেকে উপহার আইসিইউ অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সুনামগঞ্জ পৌর চত্বরে আনুষ্ঠানিকভাবে আইসিইউ অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জায়শয়াল।

এ সময় পৌর মেয়র নাদের বখত এ অ্যাম্বুলেন্সের চাবি গ্রহণ করেন। পরে পৌর মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, ভারতীয় হাই কমিশনের দ্বিতীয় সচিব টিজি রমেশ, জেলা সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক অসিম কুমার বণিক, শিক্ষাবিদ পরিমল কান্তি দে।

আলোচনা সভায় তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল বলেন, করোনাকালে এ দুঃসময়ে ভারত আমাদের আইসিইউ অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে। আমরা ভারত সরকারের কাছে কৃতজ্ঞ।

সভায় আরও বক্তব্য দেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রাজু। তিনি বলেন, বর্তমান করোনার নতুন ঢেউ ওমিক্রন এসেছে। এই সময় দেশে যখন আইসিইউর প্রয়োজন ভারত আমাদের আইসিইউ অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত