Ajker Patrika

বাবুগঞ্জে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

বাবুগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৪
বাবুগঞ্জে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় কমিটির নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লের নেতা-কর্মীরা আনন্দ মিছিল করেছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজার থেকে মিছিলটি ঢাকা বরিশাল মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ ও সদস্যসচিব মো. কামরুল আহসান সোহাগ।

মিছিল পরবর্তী সমাবেশে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবুল কালাম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও দ্রুত বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খান মো. জসিম উদ্দিন, মো. শাহিন মাঝি, মাসুম মোল্লা, বাহাদুর তালুকদার, সজিব হোসেন, সোপান শরিফ, সদস্য মো. শফিকুল ইসলাম সবুজ, মো. ফয়সাল হোসেন রাজিব প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত