Ajker Patrika

অনুমোদনহীন ১০ করাতকল সিলগালা

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৪: ১৩
Thumbnail image

মিঠাপুকুরে সংরক্ষিত বন রক্ষায় অবৈধ করাতকল বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অনুমোদনহীন ১০টি করাতকল সিলগালা করা হয়।

বন বিভাগের উদ্যোগে গত বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

আদালত সূত্র জানায়, উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ করাতকল বসিয়ে সংরক্ষিত বনের গাছ চেরাই করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার বালুয়ামাসিমপুর, চেংমারী, ময়েনপুর ও গোপালপুর ইউনিয়নে সংরক্ষিত বন এলাকায় অবস্থিত ১০টি করাতকল বন্ধ করে দেওয়া হয়। এগুলো পরিচালনার অনুমতি ছিল না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান জানান, এ রকম অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত