নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ জ্যাকেট। কিন্তু একটি জ্যাকেটের জন্য আপনি ঠিক কত টাকা ব্যয় করতে চান? আপনি যা ভাবছেন কিছু জ্যাকেটের দাম তার থেকেও বাড়াবাড়ি রকমের বেশি।
বালমাইন এমব্রয়েডারড লেদার জ্যাকেট
ফ্রেঞ্চ ফ্যাশন হাউস বালমাইনের জ্যাকেটটি এমব্রয়ডারি করা। বুকে ও দুই হাতের কাছে বসানো হয়েছে সিংহের মুখ। কালো ও সোনালি রঙের মিশেলে তৈরি জ্যাকেটটির দাম ৭ হাজার ডলার বা প্রায় ৬ লাখ ২ হাজার টাকা।
মাস্টারমাইন্ড জাপান বাইকার জ্যাকেট
আলাদাভাবে চোখে লাগবে এমন কোনো কিছুই নেই জ্যাকেটটিতে। এককথায় বোঝাতে গেলে ‘সিম্পলের মধ্যে গর্জিয়াস’ও বলা যায়। কিন্তু পেছন দিকটা দেখলে এই ধারণা পাল্টে যায়। এতে কয়েক শ মেটাল স্টাড দিয়ে মাথার খুলি ও ক্রস চিহ্নের মতো দুটি হাড়ের নকশা আঁকা হয়েছে। চকচকে কালো জ্যাকেটটির দাম ১২ হাজার ডলার বা প্রায় ১০ লাখ ৩২ হাজার টাকা। এটি তৈরি করেছে জাপানের ফ্যাশন ব্র্যান্ড মাস্টারমাইন্ড।
গুচির লেদার বাইকার জ্যাকেট
বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড গুচির তৈরি জ্যাকেটটি বেশ জাঁকজমকপূর্ণ। এতে আছে ২ হাজার মেটালের চার কোনা ছোট ছোট উপকরণ। এগুলো হাতে বসানো হয়েছে বলে তৈরিতে সময় লেগেছে ৪০ ঘণ্টা। লেদার জ্যাকেটটিতে অনেকগুলো চেইন আছে। এর দাম ১৮ হাজার ডলার বা প্রায় ১৫ লাখ ৪৭ হাজার টাকা।
মাইকেল জ্যাকসনের থ্রিলার জ্যাকেট
পপসম্রাট মাইকেল জ্যাকসন ‘থ্রিলার’ গানটির মিউজিক ভিডিওতে এই জ্যাকেট পরেছিলেন। গানটি মুক্তি পায় ১৯৮৩ সালে। তুমুল জনপ্রিয় হওয়া ক্যান্ডি-অ্যাপল লাল রঙের জ্যাকেটটির নকশাকার ডেবোরাহ নাডুলম্যান ল্যান্ডিস। এর রেপ্লিকা বাজারে আসামাত্র মাইকেল-ভক্তরা লুফে নেয় সেটি। ২০১১ সালে প্রয়াত মাইকেল জ্যাকসনের জ্যাকেটটি নিলামে বিক্রি হয় ১ দশমিক ৮ মিলিয়ন ডলারে। টাকায় এর পরিমাণ প্রায় ১৫ কোটি ৪৮ লাখ। এই অর্থ দান করা হয় দাতব্য কাজে।
ফারাহ গ্রে অ্যান্ড পিটার মার্কো
হীরা বসানো জ্যাকেটটির আর কোনো কপি তৈরি হয়নি বলে একে ‘দ্য ওয়ান’ও বলা হয়। এতে ৪৬০ ক্যারেটের একটি হীরা বসানো আছে। পাইথন লেদারের তৈরি জ্যাকেটটির দাম ১০ মিলিয়ন ডলার বা প্রায় ৮৫ কোটি ৯৯ লাখ ৪৬ হাজার টাকা। এটি ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলে জুয়েলারি নকশাকার পিটার মার্কোর স্টোরে আছে। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিলেই শুধু জ্যাকেটটি দেখা যাবে।
সূত্র: ইকিউভিভিএস
ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ জ্যাকেট। কিন্তু একটি জ্যাকেটের জন্য আপনি ঠিক কত টাকা ব্যয় করতে চান? আপনি যা ভাবছেন কিছু জ্যাকেটের দাম তার থেকেও বাড়াবাড়ি রকমের বেশি।
বালমাইন এমব্রয়েডারড লেদার জ্যাকেট
ফ্রেঞ্চ ফ্যাশন হাউস বালমাইনের জ্যাকেটটি এমব্রয়ডারি করা। বুকে ও দুই হাতের কাছে বসানো হয়েছে সিংহের মুখ। কালো ও সোনালি রঙের মিশেলে তৈরি জ্যাকেটটির দাম ৭ হাজার ডলার বা প্রায় ৬ লাখ ২ হাজার টাকা।
মাস্টারমাইন্ড জাপান বাইকার জ্যাকেট
আলাদাভাবে চোখে লাগবে এমন কোনো কিছুই নেই জ্যাকেটটিতে। এককথায় বোঝাতে গেলে ‘সিম্পলের মধ্যে গর্জিয়াস’ও বলা যায়। কিন্তু পেছন দিকটা দেখলে এই ধারণা পাল্টে যায়। এতে কয়েক শ মেটাল স্টাড দিয়ে মাথার খুলি ও ক্রস চিহ্নের মতো দুটি হাড়ের নকশা আঁকা হয়েছে। চকচকে কালো জ্যাকেটটির দাম ১২ হাজার ডলার বা প্রায় ১০ লাখ ৩২ হাজার টাকা। এটি তৈরি করেছে জাপানের ফ্যাশন ব্র্যান্ড মাস্টারমাইন্ড।
গুচির লেদার বাইকার জ্যাকেট
বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড গুচির তৈরি জ্যাকেটটি বেশ জাঁকজমকপূর্ণ। এতে আছে ২ হাজার মেটালের চার কোনা ছোট ছোট উপকরণ। এগুলো হাতে বসানো হয়েছে বলে তৈরিতে সময় লেগেছে ৪০ ঘণ্টা। লেদার জ্যাকেটটিতে অনেকগুলো চেইন আছে। এর দাম ১৮ হাজার ডলার বা প্রায় ১৫ লাখ ৪৭ হাজার টাকা।
মাইকেল জ্যাকসনের থ্রিলার জ্যাকেট
পপসম্রাট মাইকেল জ্যাকসন ‘থ্রিলার’ গানটির মিউজিক ভিডিওতে এই জ্যাকেট পরেছিলেন। গানটি মুক্তি পায় ১৯৮৩ সালে। তুমুল জনপ্রিয় হওয়া ক্যান্ডি-অ্যাপল লাল রঙের জ্যাকেটটির নকশাকার ডেবোরাহ নাডুলম্যান ল্যান্ডিস। এর রেপ্লিকা বাজারে আসামাত্র মাইকেল-ভক্তরা লুফে নেয় সেটি। ২০১১ সালে প্রয়াত মাইকেল জ্যাকসনের জ্যাকেটটি নিলামে বিক্রি হয় ১ দশমিক ৮ মিলিয়ন ডলারে। টাকায় এর পরিমাণ প্রায় ১৫ কোটি ৪৮ লাখ। এই অর্থ দান করা হয় দাতব্য কাজে।
ফারাহ গ্রে অ্যান্ড পিটার মার্কো
হীরা বসানো জ্যাকেটটির আর কোনো কপি তৈরি হয়নি বলে একে ‘দ্য ওয়ান’ও বলা হয়। এতে ৪৬০ ক্যারেটের একটি হীরা বসানো আছে। পাইথন লেদারের তৈরি জ্যাকেটটির দাম ১০ মিলিয়ন ডলার বা প্রায় ৮৫ কোটি ৯৯ লাখ ৪৬ হাজার টাকা। এটি ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলে জুয়েলারি নকশাকার পিটার মার্কোর স্টোরে আছে। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিলেই শুধু জ্যাকেটটি দেখা যাবে।
সূত্র: ইকিউভিভিএস
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
২ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪