Ajker Patrika

স্কুলছাত্রীর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার

বাবুগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১০: ১৬
স্কুলছাত্রীর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার

বাবুগঞ্জে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সৈয়দা নাফিয়া (১৬) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বিকেলে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর গ্রামে।

সৈয়দা নাফিয়া ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার সৈয়দ কামাল হোসেনের মেয়ে। মায়ের সঙ্গে নানা বাড়িতেই থাকত নাফিয়া। গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের পশ্চিম হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল সে।

পরিবারের দেওয়া তথ্যে পুলিশ জানায়, গত মঙ্গলবার আসরের পর কোনো এক সময় স্কুলছাত্রী নাফিয়া ঘরের আরার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। সন্ধ্যায় মা তাকে ডাকতে গেলে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতর প্রবেশ করে দেখতে পান গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে মেয়ের দেহ।

আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক সুব্রত পাল বলেন, খবর পেয়ে মেয়েটির নানা বাড়ি থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

বাবুগঞ্জ থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, মৃতদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত