Ajker Patrika

জেল থেকে ফিরে হাজতির বাড়ি, প্রতারণার চেষ্টা

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৫: ৫৫
জেল থেকে ফিরে হাজতির বাড়ি, প্রতারণার চেষ্টা

রংপুরের তারাগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) ভুয়া পরিচয় দিয়ে টাকা দাবি করা এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গতকাল মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ওই ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান সোহাগ। তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানার মধ্য অভিরামপুর শুকানচৌকি গ্রামের বাসিন্দা। তাঁকে গত সোমবার তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউনিয়নের মেনানগর বড়বাড়ি এলাকা থেকে আটক করে পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।

এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, মেনানগর বড়বাড়ির আনোয়ার হোসেন একটি মামলায় জেলহাজতে আছেন। তাঁর সঙ্গে হাজতে ছিলেন সোহাগ। একসঙ্গে থাকার সুবাদে আনোয়ারের কাছে তাঁর পরিবার ও মামলা সম্পর্কে বিস্তারিত জেনে নেন সোহাগ। এরপর তিনি জেল থেকে বের হয়ে সোমবার আনোয়ারের বাড়িতে আসেন এবং মামলার বিস্তারিত জানিয়ে তাঁর স্ত্রী শামীমা বেগমকে নানা রকম হুমকি-ধমকি দেন। সেই সঙ্গে মোটা অঙ্কের টাকা দাবি করেন।

বিষয়টি শামীমা প্রতিবেশীদের জানান। এতে এলাকাবাসীর সন্দেহ হলে তাঁরা সোহাগকে আটক করে তারাগঞ্জ থানায় খবর দেন। এরপর বেলা সাড়ে ৩টার দিকে পুলিশ সোহাগকে আটক করে থানায় নিয়ে আসে। তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় ভুয়া পরিচয়ে প্রতারণার অভিযোগে শামীমা বাদী হয়ে মামলা করেন।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, ‘ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে টাকা দাবির অভিযোগে মোস্তাফিজুর রহমান সোহাগের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সন্তানের নাম মুহাম্মদ রাখা কি আদবের খেলাপ

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত