Ajker Patrika

গ্যাস সিলিন্ডার থেকে আগুন তিন ঘরে

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৩২
গ্যাস সিলিন্ডার থেকে আগুন তিন ঘরে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জগথা গোরস্তানপাড়ায় আশরাফুল ইসলামের বাড়িতে আগুনে তিনটি ঘর পুড়ে গেছে। গত রোববার সকালে গ্যাস সিলিন্ডার থেকে এই আগুন লাগার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আগুন দেখে বিষয়টি ফায়ার সার্ভিসে অবগত করলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এর আগে আশরাফুলের তিনটি আধা পাকা ঘর পুড়ে ছাই হয়ে যায়।

পীরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, সকালে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের একটি দল আগুন নিয়ন্ত্রণ করে। এর আগেই তাঁদের ঘরের সব জিনিসপত্র পুড়ে যায়। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত