Ajker Patrika

গৃহহীনদের জন্য ঘর করতে জমি পরিদর্শন

পীরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৪: ০৬
গৃহহীনদের জন্য ঘর করতে জমি পরিদর্শন

পীরগঞ্জে ভূমি ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণে সরকারি খাসজমি পরিদর্শন করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম গত রোববার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে এই পরিদর্শনে যান।

এ সময় উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার আজাদ রহমান ও মদনখালী ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় ভূমি ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প গড়ে তোলার কাজ চলছে। এরই ধারাবাহিকতায় পীরগঞ্জে ঘর নির্মাণের লক্ষ্যে খাসজমি পরিদর্শন করা হচ্ছে।

গত রোববার বাবনপুর গ্রামে প্রায় ৪০ শতক খাসজমি পরিদর্শন করা হয়। জমিটি স্থানীয় রহিম মিয়া অবৈধভাবে ভোগদখল করছেন বলে জানা গেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম বলেন, সরকারি নির্দেশ মোতাবেক খাস খতিয়ানভুক্ত জমি অবৈধ দখলদারের কাছ থেকে উদ্ধার করে জনস্বার্থে ব্যবহার করা হবে। এ জন্য জনগণের সহযোগিতা নিয়ে সরকারের লক্ষ্য অর্জনে পদক্ষেপ নেওয়া হবে।

খায়রুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে বেদখল হওয়া খাস জমি উদ্ধারে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত