Ajker Patrika

৭ ইউপিতে ৩০৮ জন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৭: ১০
৭ ইউপিতে ৩০৮ জন

বিরামপুর উপজেলার তৃতীয় ধাপের সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২২ জন, সংরক্ষিত মহিলা ৭১ জন ও সাধারণ সদস্য পদে ২১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে ৩০৮ জন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন।

নির্বাচনে ১ নম্বর মুকুন্দপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন এম আব্দুল লতিফ মিয়া, স্বতন্ত্র হিসেবে বর্তমান চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম ও মো. আবুল কালাম আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২ নম্বর কাটলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী মো. ইউনুস আলী ছাড়াও মাঠে আছেন বর্তমান চেয়ারম্যান মো. নাজির হোসেন, মো. আতাউর রহমান ও মো. মনসুর আলী।

৩ নম্বর খানপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নতুন মুখ চিত্তরঞ্জন পাহান নৌকা প্রতীক, মাঠে আছেন বর্তমান চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, মো. মোফাজ্জল হোসেন ও মো. লোকমান হাকিম।

৪ নম্বর দিওড় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আবুল হোসেন ও মো. আব্দুল মালেক।

৫ নম্বর বিনাইল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের কোনো প্রার্থী না থাকলেও ভোটে লড়ছেন বর্তমান চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট হামিদুর রহমান ও হুমায়ুন কবির বাদশা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত