ঢামেক প্রতিনিধি
রাজধানীতে পৃথক স্থানে তিনজন অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল রোববার ঘটনার ভুক্তভোগীরা হলেন—কাপড় ব্যবসায়ী আমজাদ হোসেন (৩৫), ডিপিডিসির কর্মচারী মো. দাইয়ান (৪৭) ও ব্যবসায়ী আবুল কালাম আজাদ (৩৭)।
আমজাদ হোসেনের শ্যালক মো. রনি জানান, আমজাদের শ্বশুর আমানুল্লাহ রামপুরায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। হাসপাতালের বিল পরিশোধের জন্য বাসা থেকে ২ লাখ টাকা নিয়ে বাইরে বের হন আমজাদ। পরে আসমানি পরিবহনের একটি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। ওই বাসের কর্মচারীরা তাঁকে অচেতন অবস্থায় ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনের রাস্তায় নামিয়ে দিয়ে যান। অজ্ঞান পার্টির সদস্যরা তাঁর কাছ থেকে ২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন।
এদিকে গুলিস্তান স্টেডিয়ামের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় দাইয়ানকে। তাঁর চাচাতো ভাই মো. রাজিব জানান, ডিপিডিসির লালবাগ জোনে চাকরি করেন দাইয়ান। তাঁর বাড়ি মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলায়। গ্রাম থেকে রোববার দুপুরে তিনি ঢাকায় আসছিলেন। পথে দোয়েল পরিবহনের একটি বাসে ওঠেন। ওই বাসের মধ্যেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। পরে ওই বাসের কর্মচারীরা তাঁকে গুলিস্তানে স্টেডিয়ামের পাশে এনে নামিয়ে দেয়। তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন থেকেই আমাদের খবর দেয়।
এদিকে মিরপুর থেকে উদ্ধার হওয়া ব্যবসায়ী আবুল কালাম আজাদের ফুপাতো ভাই মো. নাজমুল হক জানান, কালামের বাড়ি জামালপুর সদর উপজেলায়। রোববার গ্রাম থেকে উত্তরায় এসেছিলেন এক আত্মীয়ের বাসায়। কিছুক্ষণ পর জানতে পারেন কালাম মিরপুর ১ নম্বরে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে আছেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে ভুক্তভোগীদের মিটফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রাজধানীতে পৃথক স্থানে তিনজন অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল রোববার ঘটনার ভুক্তভোগীরা হলেন—কাপড় ব্যবসায়ী আমজাদ হোসেন (৩৫), ডিপিডিসির কর্মচারী মো. দাইয়ান (৪৭) ও ব্যবসায়ী আবুল কালাম আজাদ (৩৭)।
আমজাদ হোসেনের শ্যালক মো. রনি জানান, আমজাদের শ্বশুর আমানুল্লাহ রামপুরায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। হাসপাতালের বিল পরিশোধের জন্য বাসা থেকে ২ লাখ টাকা নিয়ে বাইরে বের হন আমজাদ। পরে আসমানি পরিবহনের একটি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। ওই বাসের কর্মচারীরা তাঁকে অচেতন অবস্থায় ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনের রাস্তায় নামিয়ে দিয়ে যান। অজ্ঞান পার্টির সদস্যরা তাঁর কাছ থেকে ২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন।
এদিকে গুলিস্তান স্টেডিয়ামের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় দাইয়ানকে। তাঁর চাচাতো ভাই মো. রাজিব জানান, ডিপিডিসির লালবাগ জোনে চাকরি করেন দাইয়ান। তাঁর বাড়ি মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলায়। গ্রাম থেকে রোববার দুপুরে তিনি ঢাকায় আসছিলেন। পথে দোয়েল পরিবহনের একটি বাসে ওঠেন। ওই বাসের মধ্যেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। পরে ওই বাসের কর্মচারীরা তাঁকে গুলিস্তানে স্টেডিয়ামের পাশে এনে নামিয়ে দেয়। তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন থেকেই আমাদের খবর দেয়।
এদিকে মিরপুর থেকে উদ্ধার হওয়া ব্যবসায়ী আবুল কালাম আজাদের ফুপাতো ভাই মো. নাজমুল হক জানান, কালামের বাড়ি জামালপুর সদর উপজেলায়। রোববার গ্রাম থেকে উত্তরায় এসেছিলেন এক আত্মীয়ের বাসায়। কিছুক্ষণ পর জানতে পারেন কালাম মিরপুর ১ নম্বরে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে আছেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে ভুক্তভোগীদের মিটফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪