Ajker Patrika

বিজ্ঞান অলিম্পিয়াডে তিন শিক্ষার্থীর সাফল্য

লালমোহন ও বোরহানউদ্দিন প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২২, ১২: ৫৪
Thumbnail image

ভোলায় বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী ও বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম স্থান অধিকার করেছে বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজের একাদশ শ্রেণির ছাত্র মাহির আশহাব লাবিব। এ ছাড়া অলিম্পিয়াডের লাইট ফিডালিটি প্রকল্প প্রদর্শন করে সিনিয়র গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র নবাব আমীর হামজা। অপর দিকে অলিম্পিয়াডের জুনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করে হা-মীম স্কুলের দশম শ্রেণির ছাত্র নাজমুল হাসান জনি।

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্‌যাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী ও বিজ্ঞান অলিম্পিয়াডের শেষ দিন গত মঙ্গলবার শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকারের উপপরিচালক রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ, ইউসুফ হাসান, জাহিদুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত