Ajker Patrika

ভান্ডারিয়ায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১০: ০৬
ভান্ডারিয়ায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

পিরোজপুরের ভান্ডারিয়ায় গরমের কারণে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত এক সপ্তাহে শতাধিক মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

গত শনিবার রাতে সরেজমিন দেখা গেছে, এ দিন ১১ জন ডায়রিয়া রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রতিদিনই ৭ থেকে ৮ জন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে আরও জানা গেছে, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যাও বাড়ছে।

হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্ট্রার সূত্রে জানা গেছে, গত ১০ থেকে ১২ দিন আগে কোনো ডায়রিয়ার রোগী ছিল না। এর পর পর্যায়ক্রমে দিন দিন রোগীর সংখ্যা বাড়তে শুরু করে।

ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা ফাহিমা বেগম বলেন, তাঁর ৩ বছরের শিশুকে দুদিন আগে হাসপাতালে ডায়রিয়া নিয়ে ভর্তি করা হয়েছে।

মিরাজ হোসনে বলেন, তার ডায়রিয়ায় আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা রেজাউল ইসলাসম বলেন, প্রতিদিনই ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাছে। এর মধ্যে অনেকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। চৈত্রের প্রচণ্ড গরম পড়ার ফলে শিশুদের খাবার এবং পানির সমস্যার কারণে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

বিরল খনিজ ও তোষামোদের কূটনীতি: পাকিস্তান দেখাল কীভাবে ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত