Ajker Patrika

সহিংসতায় মামলা, আটক ৩

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৪
সহিংসতায় মামলা, আটক ৩

ফেনীর ছাগলনাইয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্রে সংঘাত-সংঘর্ষ ও কেন্দ্র দখলের ঘটনায় থানায় মামলা হয়েছে। তৃতীয় ধাপে গত রোববার অনুষ্ঠিত উপজেলার শুভপুর ইউপির ওই কেন্দ্রে সংঘাতের পর ভোটগ্রহণ স্থগিত করা হয়।

মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মামলার এজাহারভুক্ত দুজন ইউপি সদস্য প্রার্থীসহ তিনজন আসামিকে আটক করার পর আদালতের নির্দেশে গত সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন সদস্য প্রার্থী আবুল কালাম মাস্টার (৬০) ও সোহেল রানা (৩০) এবং বাদল (৪০)।

উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, অনিয়মের অভিযোগে উত্তর মন্দিয়া কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ভোটকেন্দ্রে সহিংসতার ঘটনায় প্রিসাইডিং অফিসার মো. সাইফুল ইসলাম বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা করেছেন।

প্রিসাইডিং অফিসার মো. সাইফুল ইসলাম জানান, ২৮ নভেম্বর ভোটগ্রহণ চলাকালে বেলা সাড়ে ১১টায় দুষ্কৃতকারীরা লাঠিসোঁটা, ইটপাটকেল, লোহার রড নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে। এ সময় তারা কেন্দ্রে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এদিকে মামলার ভয়ে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থক ও আত্মীয়স্বজনেরা এলাকাছাড়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত