Ajker Patrika

বিদ্রোহী ৯ স্বতন্ত্র প্রার্থীকে আ.লীগ থেকে বহিষ্কার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৭: ৩৫
Thumbnail image

লোহাগড়া উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করা ৯ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর স্বাক্ষরিত চিঠিতে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

চিঠিতে বলা হয়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী।

বহিষ্কৃতরা হলেন, দিঘলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ বোরহান উদ্দিন (আনারস) প্রতীকে লড়ছেন। তিনি লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক ছিলেন।

মল্লিকপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তফা কামাল (টেলিফোন) প্রতীকে লড়ছেন। তিনি লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন।

মল্লিকপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. সহিদুর রহমান শহিদ (মোটরসাইকেল) প্রতীকে লড়ছেন। তিনি জেলা কৃষক লীগের সহসভাপতি ছিলেন।

জয়পুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতার হোসেন (আনারস), প্রতীকে লড়ছেন। তিনি লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক ছিলেন।

লোহাগড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. নজরুল ইসলাম (আনারস) প্রতীকে লড়ছেন। তিনি লোহাগড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

কাশিপুর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আজিজুর রহমান আরজু (আনারস) প্রতীকে লড়ছেন। তিনি কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্যসচিব ছিলেন।

নলদী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ (আনারস) প্রতীকে লড়ছেন। তিনি নলদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

লাহুড়িয়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. দাউদ হোসেন (আনারস) প্রতীকে লড়ছেন। তিনি লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

এস এম কামরুল (ঘোড়া) প্রতীকে লড়ছেন। তিনি লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত