Ajker Patrika

স্বপ্নপূরণের প্রথম ধাপে ছয় মেধাবী শিক্ষার্থী

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১১: ০১
Thumbnail image

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারি কলেজের ৬ অদম্য মেধাবী শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন।

এ বছর আলমডাঙ্গা সরকারি কলেজ থেকে তাসনিন নূর মিথিলা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তিনি গোবিন্দপুরের ব্যবসায়ী মুনিয়ার হোসেন ও শিউলি খাতুন দম্পতির সন্তান। কালিদাস পুরের হাবিবুর রহমান ও নিলুফা ইয়াসমিন দম্পতির মেয়ে হোসনে আরা রুপা যশোর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তাসনিম জাহান সোহানী ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তিনি বন্ডবিল উত্তরপাড়ার শিক্ষক আহাদ আলী ও সাবিনা খাতুনের সন্তান। নূরানী তাজরিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তিনি আলমডাঙ্গার কুমারী গ্রামের শিক্ষক তহুরুজ্জামান ও নাজমা খাতুনের সন্তান। মিথিলা নাসরিন শানু নীলফামারী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তিনি আলমডাঙ্গা মিয়াপাড়ার ব্যবসায়ী আছির উদ্দিন শাহ ও শিক্ষিকা নাজমা আখতার বানুর সন্তান। ফারদ্বীন নাইব চান্স পেয়েছেন সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে। তিনি আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম ছরোয়ার মিঠু ও মুর্শিদা পারভীনের জ্যেষ্ঠ সন্তান।

জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী তাসনিম নুর মিথিলা বলেন, ‘এত দিন শুধু স্বপ্ন দেখেছি। আজ সত্যি হয়েছে। স্বপ্ন সত্যি হওয়ার অনুভূতি সত্যিই সীমাহীন।’

এ বিষয়ে আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু বলেন, ‘আমরা সর্বাত্মক চেষ্টা করেছি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দিতে। শিক্ষকদের প্রাণান্তকর প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা আর শিক্ষার্থীদের পড়াশোনায় গভীর মনোযোগ দিয়ে আজকের এই সাফল্য।’

এ বিষয়ে জানতে চাইলে আলমডাঙ্গা সরকারি কলেজের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রনি আলম নূর আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের এইচএসসির পড়াশোনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ের কঠোর পরিশ্রমই শিক্ষার্থীদের নিয়ে যায় তাঁদের কাঙ্ক্ষিত সাফল্যের সিংহদ্বারে। আমি আলমডাঙ্গা সরকারি কলেজের সকল কৃতি শিক্ষার্থীদের সীমাহীন শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত