Ajker Patrika

ভাইয়ের দায়ের আঘাতে ভাইসহ আহত ৩

কাউনিয়া প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৪: ০৭
ভাইয়ের দায়ের আঘাতে ভাইসহ আহত ৩

কাউনিয়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে সৎভাইদের লাঠি ও দায়ের আঘাতে সৎভাই আখিরুজ্জামানসহ তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত আখিরুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলার কুর্শা ইউনিয়নের ধর্মেশ্বর গ্রামে গত রোববার এ হামলা হয়। এ ঘটনায় রাতেই আখেরুজ্জামানের বাবা আব্দুস ছাত্তার কাউনিয়া থানায় বড় স্ত্রীর চার ছেলে খয়ের উদ্দিন, শাহের আলী, শাহ আলম ও শাহিনুর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে আব্দুস ছাত্তার জানান, রোববার বড় স্ত্রীর চার ছেলে একত্রিত হয়ে সৎভাই জাহাঙ্গীরকে মারধর করেন। তাঁকে বাঁচাতে আখিরুজ্জামান ও মেয়ে জাহানারা বেগম এগিয়ে গেলে তাঁদেরও মারধর করা হয়। একপর্যায়ে শাহের আলী দা দিয়ে আখিরুজ্জামানের মাথায় আঘাত করেন। পরে তাঁকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। অন্য দুজন স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দায়ের আঘাত পাওয়া আখিরুজ্জামানকে ছয়টি সেলাই দেওয়া হয়েছে।

কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা বলেন, জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে ভাইদের মধ্যে মারামারির ঘটনাটি ঘটেছে। একজন হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় আহতের বাবা লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত