রংপুর প্রতিনিধি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আমি যখন অনুরোধ করছি, ইটভাটাগুলো ভেঙে দিন, তখন অনেকের (জেলা প্রশাসক) সহায়তা পাই, অনেকের পাই না। তখন আপনারা শ্রমিকের স্বার্থ নিয়ে কথা বলেন। কিন্তু দেশের আইন অনুযায়ী যে প্রতিষ্ঠান চলতে পারে না, ওটা চলবে না। ওই দায়িত্বের মধ্যে আপনার ঢোকার দরকার নেই। আপনাকে কোর্ট যা বলেছেন, দেশের আইন যেভাবে বলেছে, সেভাবেই কাজটা করতে হবে।’
আজ বৃহস্পতিবার রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় মিলনায়তনে এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা যদি নিরাপদ বাতাস, পানি ও খাদ্যের গুরুত্বটা বুঝি, তাহলে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান বিবেকে বাধবে না। পরিবেশগত ছাড়পত্র, ডিসির লাইসেন্স ছাড়া ইটভাটার বিরুদ্ধে অভিযান বিবেকে বাধবে না। পরিবেশ মানে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা। ভূমিদস্যু, বালুখেকো, পাথর উত্তোলনের বিরুদ্ধে লড়াই করতে হবে। এটা আমাদের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ।’
উপদেষ্টা বলেন, ‘আমরা যদি পরিসংখ্যান দেখি, তাহলে দেখব যে বাংলাদেশের বাতাস হচ্ছে পৃথিবীর সবচেয়ে দূষিত। ১০ বছর ধরে এই ট্রেন্ড চলছে।’
বান্দরবানে পাহাড় কাটার কথা উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘মানুষের জমি থেকে ৪০ ফুট মাটি তুলে নিয়ে যাচ্ছে। এক লোক ফোন করেছে—আমার সবজিবাগান থেকে সবজি আছে, সেটাসহ মাটি তুলে নিয়ে যাচ্ছে ইটভাটার মালিকেরা। বান্দরবানের ডিসির সঙ্গে কথা বলেছি যে লামাতে পাহাড় কাটছে ইটভাটার জন্য। আমার তো ইটভাটাকে থামাতে হবে। আমি শিওর (নিশ্চিত), রংপুরেও এই সমস্যা রয়েছে। রাতারাতি সব ইটভাটা বন্ধ করে দেওয়ার সুযোগ কম, কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত ইটভাটার বিরুদ্ধে অভিযানে না যাব, আমি আপনার বাচ্চার জন্য বাতাস নিরাপদ করতে পারব না।’
পুলিশের উদ্দেশে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘পরিবেশগত অপরাধকে দুর্বলভাবে দেখবেন না। এটা আসলে বড় অপরাধ। এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় অপরাধ। ভারতের আদালত এক রায়ে বলেছিলেন, খুন করে একটা মানুষ একজনকে মেরে ফেলে, কিন্তু বায়ুদূষণে প্রতিবছর ২ লাখ মানুষ মারা যাচ্ছে। সুতরাং পরিবেশের অপরাধ বিষয়ে পুলিশের ধারণা পরিবর্তন করতে হবে।’
কর্মশালায় সৈয়দা রিজওয়ানা হাসান জানান, তিস্তা নদী ব্যবস্থাপনায় চীন একটি মহাপরিকল্পনা করে দেবে। তবে সরকার তিস্তাপাড়ের মানুষের কথা শুনতে চায়। এ জন্য তিস্তাপাড়ের পাঁচ জেলার প্রশাসকদের গণশুনানির আয়োজন করতে বলেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে কর্মশালায় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, পুলিশের মহাপরিদর্শক বাহারুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মহানগর পুলিশের কমিশনার মজিদ আলী, আট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা ও দায়রা জজ, ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক, সরকারি কৌঁসুলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আমি যখন অনুরোধ করছি, ইটভাটাগুলো ভেঙে দিন, তখন অনেকের (জেলা প্রশাসক) সহায়তা পাই, অনেকের পাই না। তখন আপনারা শ্রমিকের স্বার্থ নিয়ে কথা বলেন। কিন্তু দেশের আইন অনুযায়ী যে প্রতিষ্ঠান চলতে পারে না, ওটা চলবে না। ওই দায়িত্বের মধ্যে আপনার ঢোকার দরকার নেই। আপনাকে কোর্ট যা বলেছেন, দেশের আইন যেভাবে বলেছে, সেভাবেই কাজটা করতে হবে।’
আজ বৃহস্পতিবার রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় মিলনায়তনে এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা যদি নিরাপদ বাতাস, পানি ও খাদ্যের গুরুত্বটা বুঝি, তাহলে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান বিবেকে বাধবে না। পরিবেশগত ছাড়পত্র, ডিসির লাইসেন্স ছাড়া ইটভাটার বিরুদ্ধে অভিযান বিবেকে বাধবে না। পরিবেশ মানে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা। ভূমিদস্যু, বালুখেকো, পাথর উত্তোলনের বিরুদ্ধে লড়াই করতে হবে। এটা আমাদের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ।’
উপদেষ্টা বলেন, ‘আমরা যদি পরিসংখ্যান দেখি, তাহলে দেখব যে বাংলাদেশের বাতাস হচ্ছে পৃথিবীর সবচেয়ে দূষিত। ১০ বছর ধরে এই ট্রেন্ড চলছে।’
বান্দরবানে পাহাড় কাটার কথা উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘মানুষের জমি থেকে ৪০ ফুট মাটি তুলে নিয়ে যাচ্ছে। এক লোক ফোন করেছে—আমার সবজিবাগান থেকে সবজি আছে, সেটাসহ মাটি তুলে নিয়ে যাচ্ছে ইটভাটার মালিকেরা। বান্দরবানের ডিসির সঙ্গে কথা বলেছি যে লামাতে পাহাড় কাটছে ইটভাটার জন্য। আমার তো ইটভাটাকে থামাতে হবে। আমি শিওর (নিশ্চিত), রংপুরেও এই সমস্যা রয়েছে। রাতারাতি সব ইটভাটা বন্ধ করে দেওয়ার সুযোগ কম, কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত ইটভাটার বিরুদ্ধে অভিযানে না যাব, আমি আপনার বাচ্চার জন্য বাতাস নিরাপদ করতে পারব না।’
পুলিশের উদ্দেশে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘পরিবেশগত অপরাধকে দুর্বলভাবে দেখবেন না। এটা আসলে বড় অপরাধ। এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় অপরাধ। ভারতের আদালত এক রায়ে বলেছিলেন, খুন করে একটা মানুষ একজনকে মেরে ফেলে, কিন্তু বায়ুদূষণে প্রতিবছর ২ লাখ মানুষ মারা যাচ্ছে। সুতরাং পরিবেশের অপরাধ বিষয়ে পুলিশের ধারণা পরিবর্তন করতে হবে।’
কর্মশালায় সৈয়দা রিজওয়ানা হাসান জানান, তিস্তা নদী ব্যবস্থাপনায় চীন একটি মহাপরিকল্পনা করে দেবে। তবে সরকার তিস্তাপাড়ের মানুষের কথা শুনতে চায়। এ জন্য তিস্তাপাড়ের পাঁচ জেলার প্রশাসকদের গণশুনানির আয়োজন করতে বলেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে কর্মশালায় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, পুলিশের মহাপরিদর্শক বাহারুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মহানগর পুলিশের কমিশনার মজিদ আলী, আট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা ও দায়রা জজ, ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক, সরকারি কৌঁসুলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
উন্নতি হয়নি ঢাকার বাতাসের। আজ বৃহস্পতিবার বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১২৫টি দেশের মধ্যে তৃতীয় স্থানে আছে বাংলাদেশের রাজধানী। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল ৮টার রেকর্ড অনুযায়ী, ১৫৯ বায়ুমান নিয়ে ঢাকার বাতাস আজকে অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল।
১৫ ঘণ্টা আগেপানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে এখানকার খালগুলো খননের বিকল্প নেই। একটু বৃষ্টি হলেই ঢাকার ধানমন্ডিসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এই অবস্থা থেকে উত্তরণে আমাদের ঢাকার খালগুলোতে পানির প্রবাহ ফিরিয়ে আনতে হবে
১ দিন আগেযেহেতু প্রভাবশালী ও বিত্তশালীরা বর্তমানে বিভিন্ন স্তরে নির্বাচনে অংশগ্রহণ করছেন। সুতরাং নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে যদি পরিবেশ দূষণ ও নদী দখলকারীদের অযোগ্য ঘোষণা করার আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়, তবে পরিবেশ সংরক্ষণ সহজতর হবে...
১ দিন আগেঢাকার বাতাসের তেমন উন্নতি হয়নি। আজ বুধবার বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১২৫টি দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী। সকাল ৮টার রেকর্ড অনুযায়ী, ১৭১ বায়ুমান নিয়ে ঢাকার বাতাস আজকে অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার রেকর্ড অনুযায়ী, ১৫৯ বায়ুমান নিয়ে ৭ম স্থানে ছিল
২ দিন আগে