Ajker Patrika

নওগাঁয় তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবনে দুর্ভোগ

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১১: ৪৭
নওগাঁয় তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবনে দুর্ভোগ

উত্তরের জেলা নওগাঁয় ঘন কুয়াশা আর কনকনে শীতে কাবু হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীতে মানুষের পাশাপাশি কাঁপছে পশুপাখিও। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই কনকনে ঠান্ডা বাতাসের সঙ্গে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। কনকনে শীতে নাকাল হয়ে পড়েছে জনজীবন। 

আজ শুক্রবার এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। গত কয়েক দিন ধরেই তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রয়েছে। 

সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে মানুষের ভোগান্তি বেড়েছে। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কুয়াশায় ঢাকা পড়ে আছে পথঘাট। ১০ হাত কাছাকাছিও দেখতে কষ্ট হচ্ছে। সড়কগুলোতে দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করছে। সকাল ১০টা পর্যন্ত কুয়াশার কারণে সূর্যের মুখ দেখা যায়নি। এ কারণে কনকনে শীতে জবুথবু থাকতে হচ্ছে। সবচেয়ে ভোগান্তি পোহাচ্ছেন শ্রমজীবী মানুষ। 

নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় কথা হয় দিনমজুর আমির উদ্দিনের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকাল বেলা যে হারে নিয়র (কুয়াশা) পরিচ্চে, সাথে বাতাস হচ্ছি, জীবন শ্যাষ বাপু। কাজ-কাম কিচ্চু নাই। খুবই কষ্টে হচ্ছে হামাকেরে।’ 

উত্তরের জেলা নওগাঁয় ঘন কুয়াশা আর কনকনে শীতে কাবু হয়ে পড়েছে জনজীবনদিনমজুর ইলিয়াস হোসেন বলেন, ‘কদিন ধরে শীত লাগায় আছে। গেল দুই দিনের থেকে আজ আবার শীত বেশি পরিচে। শীতে একেবারে কাবু হয়ে গেনু। কাজ-কাম কঠিন হয়্যা পড়ছে।’ 

নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, শুক্রবার সকাল ৬টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। গত কয়েক দিন ধরে ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত