Ajker Patrika

ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৩: ১৯
ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

ঢাকায় আজ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটি ঢাকায় এবারের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকায় এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা আজ অনুভব হচ্ছে। গত বছরেও ঠিক এমন তাপমাত্রায় ছিল। ১০-এর নিচে নামেনি। তবে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯৯৫ সালে ৬ দশমিক ৬ হয়েছিল।’ 

ঢাকার আবহাওয়া নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। 

আব্দুর রহমান বলেন, ‘আগামী দুই দিন হয়ত রাতের তাপমাত্রা একটু বাড়তে পারে। তবে ২৪ জানুয়ারির পর থেকে আবার সারা দেশে তাপমাত্রা কমে যাবে। বিক্ষিপ্তভাবে শৈত্যপ্রবাহ বয়ে যাবে উত্তর ও দক্ষিণ অঞ্চলে।’

আব্দুর রহমান আরও বলেন, ঢাকার তাপমাত্রার সঙ্গে সারা দেশের কয়েকটি অঞ্চলে তাপমাত্রা কমেছে। এর মধ্যে ১৪টি অঞ্চলে শৈত্যপ্রবাহ বিরাজ করছে। ঢাকা বিভাগের টাঙ্গাইল, মাদারীপুর, নিকলী; রাজশাহী বিভাগের রাজশাহী, ঈশ্বরদী, বগুড়া, বদলগাছী; রংপুর বিভাগের দিনাজপুর, সৈয়দপুর, ডিমলা, রাজারহাট; খুলনা বিভাগের যশোর, চুয়াডাঙ্গা ও কুমারখালীতে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব এলাকায় তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। যা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত।

আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুর ও নওগাঁর বদলগাছিতে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এবারের মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন

ফজলুর রহমান ও হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: বিএনপিকে সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত