Ajker Patrika

সুইডেনে তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৬: ১৩
সুইডেনে তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে

প্রবল শৈত্যপ্রবাহের কবলে সুইডেন ও ফিনল্যান্ড। উত্তর সুইডেনে তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসে নেমে দাঁড়িয়েছে। টানা দুই দিন ধরে এই পরিস্থিতির কারণে সড়ক ও রেলযোগাযোগ বিপর্যস্ত।

সুইডেনের আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার দেশের অনেকগুলো জায়গায় তাপমাত্রা ছিল হিমাঙ্কের ৪০ ডিগ্রি নিচে।

দেশের উত্তরতম প্রান্ত ল্যাপল্যান্ড মাউন্টেনে তাপমাত্রা ছিল মাইনাস ৪৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ১৯৯৯ সালের পর জানুয়ারি মাসে সুইডেনে কখনো এত ঠান্ডা পড়েনি। উত্তর-পূর্বের শহর উমিয়ায় এত শীত গত ১২ বছরে পড়েনি। এখানে অধিকাংশ ট্রেন বাতিল করতে হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, সুইডেনের উত্তর-পূর্বে এবং ফিনল্য়ান্ডের উত্তরে উচ্চ চাপযুক্ত শীতল হাওয়া বইছে। এর কারণেই তাপমাত্রা এতটা কমে গেছে। বলা হয়েছে, এটাই জানুয়ারির সবচেয়ে শীতলতম দিন। গোটা জানুয়ারি মাসে এ রকম আবহাওয়াই থাকবে।

২০০১ সালে সুইডেনের স্টোরবোতে তাপমাত্রা ছিল মাইনাস ৪৪ ডিগ্রি সেলসিয়াস। সেটাই হলো সুইডেনে শীতলতম দিন।

ফিনল্যান্ডের অবস্থা
সুইডেনের প্রতিবেশী দেশ ফিনল্যান্ডে তাপমাত্রা মাইনাস ২০ থেকে ৩০-এর মধ্যে ঘোরাফেরা করছে। আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

খারাপ আবহাওয়া ও বরফের জন্য দক্ষিণ ফিনল্যান্ডে কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ফেরি চলছে না। রেল চলাচলও বিপর্যস্ত হয়ে পড়েছে।

ডেনমার্ক পুলিশ জানিয়েছে, মানুষ যেন উত্তর ও পশ্চিম দিকে না যায়। বিশেষ করে গাড়ি নিয়ে এসব জায়গায় যাওয়া এখন খুবই বিপজ্জনক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত