Ajker Patrika

আজ যেখানে শিলাবৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১৪: ০৩
আজ যেখানে শিলাবৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

চৈত্রের শুরু থেকে সারা দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আজও সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। অন্যদিকে ঢাকায় সকাল থেকে প্রবাহিত বাতাসের গতি অস্থায়ীভাবে দমকা হাওয়ায় রূপ নিয়ে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। 

মঙ্গলবার সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাস বার্তায় এসব তথ্য জানা গেছে। সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। 

আজ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। 

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এদিন ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। 

আগামীকাল বুধবার সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

পরদিন বৃহস্পতিবার আবার দেশের বেশ কয়েকটি বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

এদিকে দেশের ৪৪টি আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ৬৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এ ছাড়া রংপুরে ৩০ মিলিমিটারসহ কয়েকটি অঞ্চলে সামান্য বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। 

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলায় ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুর, তেঁতুলিয়ায় ও ডিমলায় ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত