Ajker Patrika

আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ মে ২০২৪, ১৮: ২২
আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা

গত ৩১ মার্চ থেকে টানা ৩৩ দিনের তাপপ্রবাহের পর আজ বৃহস্পতিবার দেশের উত্তর-পূর্বাঞ্চল সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। তবে সামগ্রিকভাবে তাপপ্রবাহ হ্রাস পেতে যেই ধরনের বৃষ্টির দরকার—সেটি দেশের পশ্চিমাঞ্চল হয়ে আসতে হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এ সময়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রধান নদ-নদীগুলোর পানির স্তর সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সিলেট জেলার সীমান্তসংলগ্ন সুরমা নদীর কানাইঘাট, লুভাছড়া নদীর লুভাছড়া ও সারিগোয়াইন নদীর সারিঘাট পয়েন্টে পানির স্তর স্থিতিশীল হয়ে যেতে পারে এবং প্রাক্‌-মৌসুমি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় সিলেট জেলার সুরমা নদীর সিলেট পয়েন্ট পানির স্তর বৃদ্ধি পেয়ে স্বল্প মেয়াদে প্রাক্‌-মৌসুমি বিপৎসীমার ওপরে অবস্থান করতে পারে। 

জাতীয় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে, তবে সেটা খুবই ক্ষীণ। ৫ মে থেকে সারা দেশেই বৃষ্টি হবে। সেটা পাঁচ থেকে সাত দিন চলমান থাকতে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল থেকে ঢাকার তাপমাত্রা কমেছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে সারা দেশেও তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি হ্রাস পেয়েছে। 

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার প্রধান নদ-নদীগুলোর পানির স্তর বৃদ্ধি পাচ্ছে। এসব অঞ্চলে আকস্মিক বন্যার আসন্ন হুমকি মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করে কিছু সুপারিশ করেছে সংস্থাটি।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিচালিত এফএফডব্লিউসি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত