Ajker Patrika

অবশেষে রাজধানীজুড়ে নামল স্বস্তির বৃষ্টি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ মে ২০২৪, ০৯: ৩১
অবশেষে রাজধানীজুড়ে নামল স্বস্তির বৃষ্টি 

অবশেষে রাজধানী জুড়ে নামল স্বস্তির বৃষ্টি। বৃহস্পতিবার রাত ৯ টা থেকে কিছু এলাকায় সামন্য বৃষ্টি হলেও রাত ১২ টার পর রাজধানী জুড়েই নেমেছে বৃষ্টি। বৃষ্টির সঙ্গে হচ্ছে বজ্রপাত। 

ইতিমধ্যে হাতিরঝিল, রামপুরা, মগবাজার, মালিবাগ, গুলশান, সিদ্ধেশ্বরী, বসুন্ধরা আবাসিক, ধানমন্ডি এলাকাসহ রাজধানীর অনেক এলাকায় বৃষ্টির তথ্য পাওয়া গেছে। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত যে বৃষ্টি হয়েছে সেটি খুবই সামান্য পরিমাণ। তাই সেটির রেকর্ড নেই। তবে একটু আগে ( রাত ১২ টা) ঢাকার অধিকাংশ এলাকাতেই বৃষ্টি শুরু হয়েছে। 

মনোয়ার হোসেন বলেন, এটি সামান্য বৃষ্টি। এখন পর্যন্ত রেকর্ড হয়নি। সাধারণত তিন ঘণ্টা পরপর রেকর্ড হয়। 

এদিকে গত মাসে (এপ্রিল) গত ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গা, খুলনা, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা অঞ্চলে টানা ১৭ দিন তাপপ্রবাহ চলমান রয়েছে। বাংলাদেশের পশ্চিমে ভারতের যে অঙ্গরাজ্য রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার ও ওডিশা ও আশপাশের কয়েকটি বাংলাদেশের চেয়ে বেশি তাপমাত্রা থাকে। তার প্রভাব পড়ে দেশের এই অঞ্চলগুলোতে। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের উত্তর পূর্বাঞ্চল সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। তবে সামগ্রিকভাবে তাপপ্রবাহ কমাতে যে বৃষ্টির দরকার হবে সেটি দেশের পশ্চিমাঞ্চল হয়ে আসতে হবে। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, ৫ মে থেকে সারা দেশেই বৃষ্টি হবে। সেটা ৫ থেকে ৭ দিন চলমান থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বিরাজমান তাপ প্রবাহ পূর্ববর্তী এলাকায় অব্যাহত থাকতে পারে।

প্রসঙ্গত, এর আগে ১৯ এপ্রিল ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছিল। তারপর থেকে মাঝারি ও তীব্র তাপপ্রবাহ অব্যাহত ছিল।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত