বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন বিবেচনায় নিয়ে বিশ্ব যখন গ্রিন এনার্জি বা পরিবেশবান্ধব জ্বালানির দিকে ঝুঁকছে, তখনো বিশ্বে কয়লার ব্যবহার বেড়েই চলেছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিষিদ্ধ করার পক্ষে বিজ্ঞানী-পরিবেশবাদীদের দাবির বিপরীতে ২০২২ সালে কয়লার ব্যবহার ইতিহাসে নতুন রেকর্ড করেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) এ তথ্য জানিয়েছে।
জ্বালানিবিষয়ক সংবাদমাধ্যম ওয়েলপ্রাইসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে জ্বালানি হিসেবে কয়লার ব্যবহার অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র কয়লার ব্যবহার উল্লেখযোগ্য হারে কমালেও বিশ্বে কয়লার ব্যবহার খুব একটা কমেনি।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য বলছে, ২০২২ সালে বিশ্বে মোট কয়লা ব্যবহৃত হয়েছে ৮৩০ কোটি টন, যা কিনা আগের বছরের চেয়ে ৩ দশমিক ৩ গুণ বেশি। এসব কয়লার বেশির ভাগই ব্যবহার করা হয়েছে বিদ্যুৎ উৎপাদনের কাজে। ২০২২ সালে বিশ্বের মোট বিদ্যুতের ৩৬ শতাংশই এসেছে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে। যার পরিমাণ ১০ হাজার ৪৪০ টেরাওয়াট।
রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের পর বিশ্বের জ্বালানি বাজারে এক নতুন যুদ্ধের সূত্রপাত হয়। রাশিয়ার ওপর নির্ভর করা ইউরোপে তেল-গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় দেশটি। পরে রাশিয়ার তেল-গ্যাস বা জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। আরও পরে এসে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক এবং ওপেক প্লাস জ্বালানি উৎপাদন হ্রাস করার ঘোষণা দেয়। সব মিলিয়ে বিশ্ববাজারে তেলের দাম অনেক বেড়ে যায়। ফলে পশ্চিমা বিশ্ব বিকল্প হিসেবে গ্রিন এনার্জির দিকে ঝুঁকে পড়ে। ক্রমেই তারা কয়লার ওপর নির্ভরশীলতা কমিয়ে আনে।
কিন্তু চীন ও ভারতের মতো দেশগুলোতে এই চিত্র বিপরীত। চীন এরই মধ্যে নবায়নযোগ্য জ্বালানির পথে বিশ্বের শীর্ষ অবস্থানে থাকলেও দেশটি একই সঙ্গে তেল, গ্যাস ও কয়লার ওপর দারুণভাবে নির্ভরশীল। আবার ভারত এখনো ট্র্যাডিশনাল কয়লা এবং অন্যান্য জ্বালানিনির্ভর বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরশীল। ফলে সব মিলিয়ে এই দেশ দুটিসহ বিশ্বের অনেক দেশেই কয়লার চাহিদা বেড়েছে।
আইইএর এক বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক দিক বিবেচনায় চলতি বছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যথাক্রমে কয়লার ব্যবহার ২৪ ও ১৬ শতাংশ কমিয়েছে। কিন্তু ভারত ও চীনের মতো দুটি দেশ অতীতের চেয়েও আরও ৫ শতাংশ বেশি কয়লার ব্যবহার বাড়িয়েছে।
জীবাশ্ম জ্বালানির সবচেয়ে বড় দুই ব্যবহারকারী বিশেষ করে ভারতকে কয়লা ব্যবহার থেকে সরিয়ে নেওয়া মোটেও সহজ হবে না। বিশেষ করে এই খাত থেকে ভারতকে সরিয়ে নিতে হলে তার আগে অন্তত ১ লাখ কোটি ডলার অর্থ বিনিয়োগের প্রয়োজন হবে। তবে ভবিষ্যৎ প্রয়োজন বিবেচনায় এই খাতে অর্থলগ্নি খুব বেশি ঝুঁকিপূর্ণ নয়। তবে যাই হোক, আপাতত ভারত ও চীনে কয়লার ব্যবহার কমার কোনো সম্ভাবনা নেই। বরং ২০২৩ সালেও কয়লার ব্যবহার ২০২২ সালের রেকর্ড পরিমাণের কাছাকাছি থাকতে পারে।
বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন বিবেচনায় নিয়ে বিশ্ব যখন গ্রিন এনার্জি বা পরিবেশবান্ধব জ্বালানির দিকে ঝুঁকছে, তখনো বিশ্বে কয়লার ব্যবহার বেড়েই চলেছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিষিদ্ধ করার পক্ষে বিজ্ঞানী-পরিবেশবাদীদের দাবির বিপরীতে ২০২২ সালে কয়লার ব্যবহার ইতিহাসে নতুন রেকর্ড করেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) এ তথ্য জানিয়েছে।
জ্বালানিবিষয়ক সংবাদমাধ্যম ওয়েলপ্রাইসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে জ্বালানি হিসেবে কয়লার ব্যবহার অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র কয়লার ব্যবহার উল্লেখযোগ্য হারে কমালেও বিশ্বে কয়লার ব্যবহার খুব একটা কমেনি।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য বলছে, ২০২২ সালে বিশ্বে মোট কয়লা ব্যবহৃত হয়েছে ৮৩০ কোটি টন, যা কিনা আগের বছরের চেয়ে ৩ দশমিক ৩ গুণ বেশি। এসব কয়লার বেশির ভাগই ব্যবহার করা হয়েছে বিদ্যুৎ উৎপাদনের কাজে। ২০২২ সালে বিশ্বের মোট বিদ্যুতের ৩৬ শতাংশই এসেছে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে। যার পরিমাণ ১০ হাজার ৪৪০ টেরাওয়াট।
রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের পর বিশ্বের জ্বালানি বাজারে এক নতুন যুদ্ধের সূত্রপাত হয়। রাশিয়ার ওপর নির্ভর করা ইউরোপে তেল-গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় দেশটি। পরে রাশিয়ার তেল-গ্যাস বা জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। আরও পরে এসে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক এবং ওপেক প্লাস জ্বালানি উৎপাদন হ্রাস করার ঘোষণা দেয়। সব মিলিয়ে বিশ্ববাজারে তেলের দাম অনেক বেড়ে যায়। ফলে পশ্চিমা বিশ্ব বিকল্প হিসেবে গ্রিন এনার্জির দিকে ঝুঁকে পড়ে। ক্রমেই তারা কয়লার ওপর নির্ভরশীলতা কমিয়ে আনে।
কিন্তু চীন ও ভারতের মতো দেশগুলোতে এই চিত্র বিপরীত। চীন এরই মধ্যে নবায়নযোগ্য জ্বালানির পথে বিশ্বের শীর্ষ অবস্থানে থাকলেও দেশটি একই সঙ্গে তেল, গ্যাস ও কয়লার ওপর দারুণভাবে নির্ভরশীল। আবার ভারত এখনো ট্র্যাডিশনাল কয়লা এবং অন্যান্য জ্বালানিনির্ভর বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরশীল। ফলে সব মিলিয়ে এই দেশ দুটিসহ বিশ্বের অনেক দেশেই কয়লার চাহিদা বেড়েছে।
আইইএর এক বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক দিক বিবেচনায় চলতি বছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যথাক্রমে কয়লার ব্যবহার ২৪ ও ১৬ শতাংশ কমিয়েছে। কিন্তু ভারত ও চীনের মতো দুটি দেশ অতীতের চেয়েও আরও ৫ শতাংশ বেশি কয়লার ব্যবহার বাড়িয়েছে।
জীবাশ্ম জ্বালানির সবচেয়ে বড় দুই ব্যবহারকারী বিশেষ করে ভারতকে কয়লা ব্যবহার থেকে সরিয়ে নেওয়া মোটেও সহজ হবে না। বিশেষ করে এই খাত থেকে ভারতকে সরিয়ে নিতে হলে তার আগে অন্তত ১ লাখ কোটি ডলার অর্থ বিনিয়োগের প্রয়োজন হবে। তবে ভবিষ্যৎ প্রয়োজন বিবেচনায় এই খাতে অর্থলগ্নি খুব বেশি ঝুঁকিপূর্ণ নয়। তবে যাই হোক, আপাতত ভারত ও চীনে কয়লার ব্যবহার কমার কোনো সম্ভাবনা নেই। বরং ২০২৩ সালেও কয়লার ব্যবহার ২০২২ সালের রেকর্ড পরিমাণের কাছাকাছি থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
২ ঘণ্টা আগেআজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকর আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
৭ ঘণ্টা আগেবাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) সকাল ৯টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী আজ সোমবার, ঢাকার বায়ুমান ১৭০, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ ৪র্থ।
৮ ঘণ্টা আগেঢাকার বাতাসে আজ দূষণ কিছুটা কমেছে। গতকাল শনিবারের তুলনায় রাজধানী শহরের বাতাসে ক্ষতিকর কণার পরিমাণ আজ রোববার বেশ কম। বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) সকাল ৯টা ১০ মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ১১০, যা সংবেদনশীল স্বাস্থ্যের মানুষের জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক...
১ দিন আগে