Ajker Patrika

তাপপ্রবাহ চলবে আরও দুই দিন, সোমবার সারা দেশে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ মে ২০২৪, ১৯: ২২
তাপপ্রবাহ চলবে আরও দুই দিন, সোমবার সারা দেশে বৃষ্টি

সারা দেশে চলমান তাপপ্রবাহ আরও দুই দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার বিকেল থেকে আগামী রোববার বিকেল পর্যন্ত ঢাকার পশ্চিমাঞ্চলসহ খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ থাকবে। এই সময়ে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর অবস্থা থাকবে। তবে আগামীকাল শনিবার দেশের পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সারা দেশে বৃষ্টি হবে সোমবার। 

আজ বিকেল ৫টায় আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া তাপপ্রবাহের সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস; যা মাঝারি তাপপ্রবাহ। এ সময় ঢাকার তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, গত কয়েক দিনে দেশের চার বিভাগের (ঢাকা, খুলনা, রংপুর ও রাজশাহী) তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বেড়েছে। এর আগে এপ্রিলের তাপপ্রবাহের সময় এসব বিভাগের কয়েকটি অঞ্চলের তাপমাত্রা ৪০ থেকে ৪৩ ডিগ্রি পার হয়েছিল। 

তবে মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টির কারণে তাপমাত্রা কমে আসে। কোনো কোনো অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রির নিচে নেমে যায়। কিন্তু চলমান তাপপ্রবাহের কারণে আবারও তাপমাত্রা বেড়েছে। যদিও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কারণে তীব্র আকার ধারণ করেনি। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘আগামীকাল শনিবারে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যে চার বিভাগে তাপপ্রবাহ চলমান, সেই অঞ্চলগুলোতে বৃষ্টির জন্য আরও দুই দিন অপেক্ষা করতে হবে। সোমবার থেকে এসব অঞ্চলসহ সারা দেশেই বৃষ্টি হবে।’ 

ওমর ফারুক বলেন, ‘কোনো কোনো অঞ্চলে দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রির নিচে নেমে এসেছিল। সেই অনুযায়ী গত কয়েক দিনে তাপমাত্রা বেড়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

রাজশাহী টেক্সটাইল মিলসে তৈরি হচ্ছে মানিব্যাগ, জুতা

রাবিতে শিক্ষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশ, উপ-উপাচার্যের ফেসবুক থেকে ভাইরাল

স্ত্রীকে ঘরে রেখে তালা দিয়ে পুড়িয়ে মারলেন স্বামী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত