Ajker Patrika

তাপমাত্রা বাড়বে দুই দিন, এরপর আবার শৈত্যপ্রবাহ

আজকের পত্রিকা ডেস্ক­
ফাইল ছবি
ফাইল ছবি

দেশের পাঁচ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী দু-তিন দিন সারা দেশে তাপমাত্রা একটু বাড়বে। আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার থেকে ফের শৈত্যপ্রবাহ বাড়বে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ শনিবার পঞ্চগড়, কুড়িগ্রাম, মৌলভীবাজার, যশোর ও গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। তবে আগামীকাল রোববার থেকে তা প্রশমিত হতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় অন্য চার জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে ছিল।

এদিন ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম শনিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, আগামী দু-তিন দিন শীত কম থাকবে। তবে শুক্রবার শীত বাড়বে। বৃহস্পতিবার থেকে শীত বাড়তে পারে। এ সময় শৈত্যপ্রবাহ বয়ে যাবে।

আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে অধিদপ্তর বলেছে, রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবার শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণ শোধ না করে মরলে উল্টো ১০ হাজার দেব—পরদিন গৃহবধূর ঝুলন্ত লাশ

নেছারাবাদে জামায়াতের ফরম পূরণ আওয়ামী লীগ নেতার

আমেরিকার বিরুদ্ধে লড়তে ৩০ লাখের হাতে অস্ত্র, ৪৫ লাখকে গেরিলা প্রশিক্ষণ দিচ্ছেন মাদুরো

নির্বাচনে মধ্যপন্থীদের জয়, প্রথম সমকামী প্রধানমন্ত্রী পাচ্ছে নেদারল্যান্ডস

স্থলমাইন বিস্ফোরণে দুই পা উড়ে যাওয়া সেই বিজিবি সদস্য মারা গেছেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ