Ajker Patrika

আগামী ৩ দিন সারা দেশে ভারী বৃষ্টি হবে

নিজস্ব প্রতিবেদক
আগামী ৩ দিন সারা দেশে ভারী বৃষ্টি হবে

ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখন ভারতের উপকূলবর্তী বিহারের কাছাকাছি অবস্থান করছে। এই লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ সারা দেশে আরও ৩ দিন মুষলধারে বৃষ্টি হবে। তবে বৃষ্টি হলেও ঢাকার তাপমাত্রা খুব একটা কমবে না। সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত অব্যাহত রাখতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

আজ সোমবার বিকেলে আবহাওয়া অফিস এসব তথ্য জানায়। অফিসের দেওয়া তথ্য বলছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটের দেওয়া তথ্য মতে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ভারতের বিহার, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্য জায়গায় মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

ঢাকায় দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা অস্থায়ীভাবে দমকা আকারে ৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলেও উল্লেখ করেছে অধিদপ্তরটি।

গত শনিবার, রবিবার ও সোমবার দেশের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে হাতিয়ায় ৩৮ মিলিমিটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত